Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Anubrata Mandal

Anubrata Mandal: সুব্রতকে নিয়ে রূপার বিতর্কিত মন্তব্যের জবাব কুরুচিকর ভাবেই দিলেন অনুব্রত

রবিবার বোলপুরের বাহিরগ্রামে একটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুব্রত। সেখানে রূপাকে পাল্টা তোপ দাগেন তিনি।

রূপা গঙ্গোপাধ্যায়কে তোপ অনুব্রত মণ্ডলের।

রূপা গঙ্গোপাধ্যায়কে তোপ অনুব্রত মণ্ডলের। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৭:৪৯
Share: Save:

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁকে জড়িয়ে নেটমাধ্যমে বিজেপি সাংসদ রূপার বিতর্কিত মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছিল। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই কুরুচিকর মন্তব্যকেই আশ্রয় করলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল।
রবিবার বোলপুরের বাহিরগ্রামে একটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুব্রত। সেখানে রূপার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি টুইটটা দেখেছি। আমি জানি না রূপা গঙ্গোপাধ্যায়ের মা, বাবা বেঁচে আছেন কি না। সুব্রত মুখোপাধ্যায় ওঁর বাবার তুল্য। মানুষ খারাপ হলেও, মারা গেলে তাঁকে খারাপ বলে না। আমার মনে হয়, ওঁর অভ্যাস হয়ে আছে। ওর মা-বাবা যখন মারা যায়, তখন ওর মা-বাবাকে খারাপ বলেছিল। সেই ভাষাটা ঠোঁটে লেগে আছে। মুখস্থ হয়ে আছে।’’

অনুব্রতর মন্তব্যে বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। এ নিয়ে বিজেপি-র বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘ওঁর (অনুব্রত মণ্ডল) যেমন ভাবনা চিন্তা, তেমন কথাই বলেছেন। এ ছাড়া বেশি কিছু বলার নেই।’’ কালীপুজোর রাতে সুব্রতর আকস্মিক প্রয়াণের পর নেটমাধ্যমে বিতর্কিত পোস্ট করেন রূপা। এর পর থেকেই তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। যাতে নতুন মাত্রা দিল অনুব্রতর বক্তব্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mandal roopa ganguly TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE