প্লাস্টিক বর্জন করতে আগেই নেমে পড়েছেন বড়জোড়ার ব্যবসায়ীদের একাংশ ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। এ বার এগিয়ে এলেন মিষ্টি ব্যবসায়ীরা। বছর দুয়েক আগে এই দিনেই (১৪ নভেম্বর) জিআই মান্যতা পায় বাংলার রসগোল্লা। সেই ঘটনাকে স্মরণ করে বৃহস্পতিবার রসগোল্লা বিলিয়ে প্লাস্টিক বর্জনের অঙ্গীকার করল ‘পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির’ বড়জোড়া শাখা।
বাঁকুড়ার এই শিল্পাঞ্চলের ওষুধ বিক্রেতারা আগেই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করেছেন। এ বার রীতিমতো রসগোল্লা বিলিয়ে প্লাস্টিক বর্জনের অঙ্গীকার করলেন মিষ্টান্ন ব্যবসায়ীদের ওই সংগঠনের সদস্যেরা। এ দিন বড়জোড়ার চৌমাথায় একটি অনুষ্ঠান করে চার হাজার রসগোল্লা বিলি করেন তাঁরা।
সংগঠনের বড়জোড়া শাখার সভাপতি সুকুমার মোদক বলেন, ‘‘রাজ্য ও জেলা সংগঠনের তরফে রসগোল্লার জিআই প্রাপ্তির দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের ঘোষণা করা হয়। আমার সিদ্ধান্ত নিই, বড়জোড়ার মিষ্টির দোকানগুলিতে আর প্লাস্টিক ব্যবহার করা হবে না, এমন অঙ্গীকার করার এটাই ঠিক দিন।’’