Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Purulia

দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে পুরুলিয়ায় সাইকেল র‍্যালি

পুরুলিয়ার হেটগুগুই মানকিয়ারি  বেলডি সীরকাবাদ হেসলা চাতুহাসা থেকে সাইকেলে নিয়ে চালিয়ে আলাদা আলাদা মিছিল আসে।

পুরুলিয়ায় ফরোয়ার্ড ব্লকের মিছিল। নিজস্ব চিত্র।

পুরুলিয়ায় ফরোয়ার্ড ব্লকের মিছিল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ২৩:৪৩
Share: Save:

দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের সমর্থনে কৃষি আইন বাতিল-সহ ৭ দফা দাবিতে পুরুলিয়ার আষড়াতে সাইকেল র‍্যালি করল ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার দুপুরে আড়ষায় প্রায় ৫০০ জন অংশ নেন এই র‍্যালিতে। মিছিল শেষে একটি পথ সভা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি এবং প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো-সহ অন্য নেতারা।

পুরুলিয়ার হেটগুগুই মানকিয়ারি বেলডি সীরকাবাদ হেসলা চাতুহাসা থেকে সাইকেলে নিয়ে চালিয়ে আলাদা আলাদা মিছিল আসে। পরে সেগুলি আড়ষায় জমায়েতের পর পথসভায় যোগ দেয়। মিছিল সভা থেকে বার বার আওয়াজ ওঠে কৃষক বিরোধী আইন বাতিল করতে হবে। মালিক সর্থে শ্রম আইনের সংশোধনীও বাতিলের দাবি ওঠে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ইস্যুতে প্রতিবাদ করা হয় মিথিল থেকে। দাবি করা হয় বছরে ২০০ দিন কাজের ব্যবস্থা করতে হবে।

মিহির বলেন, “এই সব দাবি নিয়ে আগামী দিনে জেলার সমস্ত ব্লকে আমাদের নেতা কর্মীরা আন্দোলনে নামবেন। আছেন সেই সমস্ত জাইগাইতেও একি ভাবে প্রতিবাদ মিছিল ও সভা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Purulia Forward Block
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE