Advertisement
E-Paper

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) পেল জেলা

আরও একটি অতিরিক্ত পুলিশ সুপারের পদ পেল বীরভূম। মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নামে ওই পদটিতে যোগ দিয়েছেন সুবিমল পাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০০:৫১

আরও একটি অতিরিক্ত পুলিশ সুপারের পদ পেল বীরভূম।

মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নামে ওই পদটিতে যোগ দিয়েছেন সুবিমল পাল। এত দিন তিনি শ্রীরামপুরের এসডিপিও ছিলেন। পুলিশ সূত্রের খবর, বীরভূমের মতো বেশ কয়েকটা জেলায় আরও এক জন করে অতিরিক্ত পুলিশ সুপারের পদ তৈরি করা হয়েছে।

কেন নতুন পদ?

এ নিয়ে মন্তব্য করতে চাননি জেলার পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার। তবে, জেলা পুলিশের এক কর্তা বলেন, “জেলার এসপি-কে সাধারণত হেড কোয়ার্টার সিউড়িতেই থাকতে হয়। অতিরিক্ত পুলিশ সুপারও থাকেন সিউড়িতে। ফলে আরও এক জনের প্রয়োজন ছিল, যিনি সিউড়ির পরিবর্তে অন্যত্র থেকে অরক্ষিত স্থানগুলিতে পুলিশকে নেতৃত্ব দিতে পারে।’’ সেই প্রয়োজনেই এই পরিবর্তন বলে খবর। সুবিমলবাবু এ দিনই কাজে যোগ দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, আপাতত অস্থায়ী ভাবে বোলপুরে এসডিপিও দফতরের পাশে তাঁর দফতর হয়েছে।

শুধু ওই পদই নয়, বোলপুর-শান্তিনিকেতন এ বার একটি মহিলা থানাও পাচ্ছে। দেশবিদেশের মহিলা পর্যটকদের পাশাপাশি বিশ্বভারতীতে পাঠরত বিদেশী ছাত্রীদের কথা মাথায় রেখে এলাকায় একটি মহিলা থানা করার আর্জি ছিল দীর্ঘ দিনের। এ নিয়ে জেলা পুলিশের প্রস্তাবে সায় দিয়ে এলাকায় একটি মহিলা থানার অনুমোদন দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। সে ক্ষেত্রে মহিলা থানার দফতর বর্তমান এসডিপিও অফিস লাগোয়া এলাকায় এবং শান্তিনিকেতন থানাকে গোয়ালপাড়ায় স্থানান্তরিত করা নিয়ে আলোচনা করছে জেলা পুলিশ। রাজ্যের ৩৩টি মহিলা থানার মধ্যে এখনও পর্যন্ত বীরভূম একটি মাত্র মহিলা থানা পেয়েছিল। ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি জেলা সদর সিউড়িতে আনুষ্ঠানিক ভাবে তার কাজ শুরু হয়েছিল।

Additional SP Birbhum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy