কাগজে মোড়া দু’টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ময়ূরেশ্বরের কোটাসুর সমবায় ব্যাঙ্কের পিছনে একটি খবরের কাগজে মোড়া অবস্থায় বোমা দু’টি পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ জলে ডুবিয়ে বোমা দু’টি নিষ্ক্রিয় করেছে। কারা, কী কারণে ওখানে বোমা দু’টি ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও বম্ব ডিসপোজাল টিমকে না ডেকে ওই ওই ভাবে বোমা নিষ্ক্রিয় করার ঘটনায় পুলিশ মহলেই বিতর্ক দেখা দিয়েছে। কারণ, ইতিপূর্বে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বহু জায়গায় পুলিশকর্মীরা হতাহত হয়েছেন। বছর কয়েক আগে বীরভূমেই নানুরের সুচপুরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় নওনেহাল মির্জা নামে এক পুলিশ কর্মীর। তার পরেও এ জেলার পুলিশ বম্ব ডিস্পোজাল টিমকে খবর না দিয়ে কেন নিজেদের জীবন বিপন্ন করে বোমা নিষ্ক্রিয় করার ঝুঁকি নিচ্ছে? পুলিশের কর্তারা অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তবে, পুলিশের নিচুতলার কর্মীদের অনেকের বক্তব্য, অনিচ্ছা সত্ত্বেও উপরমহলের নির্দেশেই অনেক সময় তাঁদের প্রাণের ঝুঁকি নিয়ে এ ভাবে বোমা নিষ্ক্রিয় করতে হয়।