শুক্রবার দুপুরে সস্ত্রীক শান্তিনিকেতন ঘুরে গেলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার স্কট ফার্সেদন। স্ত্রী এলিজাবেথকে নিয়ে প্রথমে কলাভবনে যান তিনি। ঘুরে দেখেন শিল্পকর্ম। কিছু সময় কাটিয়ে যান রবীন্দ্রভবনে। রবীন্দ্রভবনের অধ্যক্ষা অধ্যাপিকা তপতী মুখোপাধ্যায় জানান, উত্তরায়ণ কমপ্লেক্সে থাকা গুরুদেবের বাড়িগুলি ঘুরে দেখেন তাঁরা। ওই বাড়িতে ব্যবহৃত শিল্পকর্ম এবং স্থাপত্য সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। মিউজিয়াম ঘুরে দেখার ফাঁকে স্কটল্যান্ড এবং ভারত, রবীন্দ্রনাথের সঙ্গে দু’দেশের সম্পর্ক নিয়ে এক প্রস্থ আলোচনা হয়। তাতে উঠে আসে ১৯৩০ সালে স্কটল্যান্ড এবং এ দেশে চলা পরিবেশবান্ধব শিক্ষা ব্যবস্থা নিয়ে। স্কটল্যান্ডের নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বভারতীর যৌথ উদ্যোগে চলা বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে।