Advertisement
০২ জুন ২০২৪

ভোট না দিলে বাড়ি নয়, বিতর্কে অনুব্রত

মঙ্গলবার তিনি নলহাটির ১২ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী একরামুল হক ওরফে তোতার সমর্থনে প্রচারে সভাটি করেন। বিরোধী শিবির অবশ্য এ দিনের বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা ভাবছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ১১:২০
Share: Save:

পুরভোটে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে প্রথম দিনেই বিতর্কে জড়ালেন অনুব্রত! ভোটারদের ‘ভয় দেখানোর’ অভিযোগ উঠল।

নলহাটিতে ওয়ার্ড ভিত্তিক ভোট প্রচার সভায় জানিয়ে দিলেন, ভোট না দিলে কেন্দ্রীয় প্রকল্পের বাড়ি মিলবে না। জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘‘দলীয় কাউন্সিলর যদি ওয়ার্ড থেকে না জেতে, তাহলে সরকারি প্রকল্পের বাড়ি অন্য কাউন্সিলরকে দেব না।’’ মঙ্গলবার তিনি নলহাটির ১২ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী একরামুল হক ওরফে তোতার সমর্থনে প্রচারে সভাটি করেন। বিরোধী শিবির অবশ্য এ দিনের বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা ভাবছে।

১২ নম্বর ওয়ার্ড এর আগে কংগ্রেসের দখলে ছিল। ওই ওয়ার্ডে কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর আয়েশা সিদ্দিকা এবারেও প্রার্থী। এবং ঘটনাচক্রে ওই ওয়ার্ডেই বিক্ষুব্ধ তৃণমূলের ২ জন প্রার্থীও এ বার প্রতিদ্বন্ধিতা করছেন। অনুব্রত ছাড়াও বক্তব্য রাখেন জেলা নেতৃত্বরা।

সভায় অনুব্রত বলেন, ‘‘রাজুকে জিজ্ঞেস করেছিলাম কতগুলো বাড়ির লিস্ট পাঠিয়েছিস। রাজু আমাকে জানায় ৪৫০০ বাড়ি লিস্ট পাঠিয়েছি। আমি জানি ৩৫০০ বাড়ি তৈরির অনুমোদন মিলেছে। একটা ওয়ার্ডে ২৫০ বাড়ি তৈরি হবে। কিন্তু এই ওয়ার্ডে যদি আমার তোতা ভাই না জেতে তাহলে আমি বাড়ি অন্য কাউন্সিলরকে দেব না। চেয়ারম্যানকে বলব নিজের কাছে রেখে দাও।’’

বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘মানুষ যেখানে কেন্দ্রীয় প্রকল্প উপভোগ করার সুযোগ সুবিধা পাবে, সেই প্রকল্প থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। আসলে নির্বাচনের মুখে ভোটারদের ভয় দেখানো হচ্ছে।’’ এ ব্যাপারে প্রয়োজনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, ‘‘তৃণমূলের হার নিশ্চিত। তাই ভয় দেখাচ্ছেন তাঁদের নেতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE