Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Chat puja

গামলার জলে সূর্য পুজো, ছট পালনে নয়া নজির বীরভূমে

ছাদেই ছট পুজো। - নিজস্ব চিত্র

ছাদেই ছট পুজো। - নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৮:৩৪
Share: Save:

করোনা আবহে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিষেধ করছে প্রশাসন। এই পরিস্থিতিতে বাড়ির ছাদে জলের ব্যবস্থা করে ছট পুজো সারল বোলপুরের ভকত পরিবার। গামলায় ভরা জলকেই নদী বা পুকুর মনে করে রীতি সারলেন পরিবারের মহিলারা।করোনা আবহে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। উৎসব পালনেও নানা বিধি মানতে হচ্ছে। সেই সময়ে এই ছবি সত্যিই নজির তৈরি করল বলে মনে করছেন বোলপুরের বাসিন্দারা।

বীরভূমের জামবুনি এলাকার ভকত পরিবারের সদস্য ২০ জনের বেশি। অনেকেই যেখানে করোনা পরিস্থিতির মধ্যেও পুকুর বা নদীতে সূর্য দেবতাকে অর্ঘ্য দিতে যাচ্ছেন, সেখানে এই পরিবার যাবতীয় আয়োজন করে বাড়ির ছাদে। সেখানেই বড় বড় প্লাস্টিকের গামলায় জল রেখে অর্ঘ্য দেওয়া হল। পরিবারের সকলে মিলে আনন্দের সঙ্গে উৎসব পালন করলেন।

পরিবারের সদস্য সুব্রত ভকত বলেন, "করোনা পরিস্থিতির কারণেই এই ব্যবস্থা। অনেক জায়গায় জলাশয় না থাকলেও কোথাও কোথাও সুইমিং পুলেও অর্ঘ্য দিতে হয়। তাতে দূষণও হয়। আমরা দূষণের কথা ভাবার পাশাপাশি পরিবারের সকলের সুরক্ষার কথা ভেবে এই ব্যাবস্থা করেছি। এক সঙ্গে নদী বা পুকুরে যাওয়ার আনন্দটা না পাওয়া গেলেও নতুন পদ্ধতিতেও আমরা খুশি।" পরিবারে আর এক সদস্য মন্দ্রিকা ভকত বলেন, "একটু খারাপ তো লাগছে। তবে তার মধ্যেও উৎসবটুকু পালন করতে পারায় আনন্দই হচ্ছে।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bolpur Chat puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE