ব্লক ছাত্র-যুব উৎসবে গরহাজির খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি! তাঁদের অনুপস্থিতির নেপথ্যে দলীয় ‘কোন্দলের’ ছায়া দেখছেন তৃণমূল নেতৃত্বের একাংশ।
মঙ্গলবার পুরুলিয়ার নিতুড়িয়ার সরবড়ির পঞ্চকোট কলেজে শুরু হয়েছে ব্লক ছাত্র-যুব উৎসব। অনুষ্ঠানের উদ্বোধনে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। কিন্তু সেখানে ছিলেন না নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী টুডু (সোরেন) এবং সহ-সভাপতি শান্তিভূষণপ্রসাদ যাদব। শান্তিভূষণবাবু আবার তৃণমূলের নিতুড়িয়া ব্লক সভাপতি।
সরস্বতীদেবী জানান, অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তিনি এ দিন ওই অনুষ্ঠানে যেতে পারেননি। তবে শান্তিভূষণবাবু খোলাখুলি বলেন, ‘‘দলের যে সমস্ত যুব নেতারা ছাত্র-যুব উৎসব পরিচালনা করছেন, তাঁদের সঙ্গে ‘বিরোধ' আছে। যাঁরা দলে থেকেও দলের বিভিন্ন কাজকর্মের বিরোধিতা করেন, তাদের পরিচালনাধীন অনুষ্ঠানে যাওয়ার কোনও অর্থ নেই।’’