আভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের স্নাতক স্তরের কাউন্সেলিং চলাকালীন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্টসার্কিট হওয়ায় আগুন লেগে যায় লিপিকা অডিটোরিয়ামে। সোমবারের ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে, প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল আভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের স্নাতকস্তরে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া। বিশ্বভারতী সূত্রের খবর, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় বিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। ঘণ্টা দু’য়েক ওই প্রক্রিয়া চলার পরে বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকা লিপিকা মঞ্চের পাশ থেকে ধোঁয়া বেরতে দেখেন কাউন্সেলিংয়ের কাজে যুক্ত কর্মীরা। তার পোড়ার গন্ধ এবং অন্ধকারে গোটা লিপিকা ভরে যায়। সকলে বাইরে ছুটে আসেন। খবর যায় বিদ্যুত দফতরে। তার আগে অবশ্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন দায়িত্বে থাকা কর্মীরা। বিদ্যুত দফতরের লোক জন মেরামত করলে এক ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ ফের শুরু হয় পড়ুয়াদের কাউন্সেলিং।