Advertisement
১৮ মে ২০২৪

সম্প্রীতির অনুষ্ঠান

বিভিন্ন মণ্ডপে মণ্ডপে নানা অনুষ্ঠানের পাশাপাশি শারদ উৎসব উপলক্ষে সম্প্রতি বোলপুরে হয়ে গেল সম্প্রীতির একটি অনুষ্ঠান। বোলপুর পুরসভার উৎসর্গ অনুষ্ঠান মঞ্চে এলাকার হরগৌরীতলার ‘মুক্তমঞ্জরী’ নামে একটি নাচ ও গানের স্কুলের উদ্যোগে ছিল অনুষ্ঠানটি। ১৪ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর পর্ণা ঘোষের ওই প্রতিষ্ঠানের পড়ুয়ারা পরিবেশন করেন হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের সম্প্রীতির গান ও নাচের অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০১:২৬
Share: Save:

বিভিন্ন মণ্ডপে মণ্ডপে নানা অনুষ্ঠানের পাশাপাশি শারদ উৎসব উপলক্ষে সম্প্রতি বোলপুরে হয়ে গেল সম্প্রীতির একটি অনুষ্ঠান। বোলপুর পুরসভার উৎসর্গ অনুষ্ঠান মঞ্চে এলাকার হরগৌরীতলার ‘মুক্তমঞ্জরী’ নামে একটি নাচ ও গানের স্কুলের উদ্যোগে ছিল অনুষ্ঠানটি। ১৪ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর পর্ণা ঘোষের ওই প্রতিষ্ঠানের পড়ুয়ারা পরিবেশন করেন হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের সম্প্রীতির গান ও নাচের অনুষ্ঠান।

উল্লেখ্য, গত পনেরো বছর ধরে এলাকার সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রয়েছে হরগৌরীতলা তথা কালিকাপুরের ‘মুক্তমঞ্জরী’ নামে ওই প্রতিষ্ঠানের।

এলাকায় একাধিক প্রতিযোগিতামূলক নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জন সচেতনতামূলক নানা অনুষ্ঠানে যোগদান থাকে এই প্রতিষ্ঠানের। বোলপুর পুরসভা ও শান্তিনিকেতন প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে চলা ওই অনুষ্ঠান মঞ্চে ‘মুক্তমঞ্জরী’ প্রতিষ্ঠানের পড়ুয়ারা পরিবেশন করেন নাচ ও গানের বিশেষ অনুষ্ঠান। শারদ উৎসবে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মানুষের যোগদানের কথা মাথায় রেখে, উৎসর্গ মঞ্চে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন ছিল উদ্যোক্তাদের। প্রতিষ্ঠানের পক্ষে পর্ণাদেবী জানান, মা দুর্গার আগমনে যেমন ‘বাজলো তোমার আলোর বেণু’ অনুষ্ঠানে ছিল তেমনই ছিল ‘দ্যাখ আমিনা মায়ের কোলে’ নিয়ে সম্প্রীতির অনুষ্ঠান। গান ও নৃত্য সহযোগে, ওই অনুষ্ঠান পরিবেশন করে প্রতিষ্ঠানের পড়ুয়ারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Communal Harmony Cultural Program Purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE