গ্রামের প্রকাণ্ড বটগাছের একই ডালে দুটি দেহ ঝুলছে। এক জন পুরুষ। আর এক জন মহিলা। রবিবার দুপুরে মাঠে কাজে গিয়ে ওই দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীয়েরা। খবর পেয়ে যুগলের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বাঁকুড়ার রাইপুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সত্য মাঝি এবং রেবতী মাঝি। সম্পর্কে তাঁরা দেওর-বৌদি। স্থানীয়দের দাবি, ২৬ বছরের যুবক এবং ৩৫ বছরের যুবতীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে কয়েক দিন ধরে অশান্তি চলছিল বাড়িতে। তার জেরে দু’জনে একসঙ্গে আত্মহত্যা করেছেন।
বাঁকুড়ার রাইপুর থানার লালগড় সীমানার এলাকার একটি গ্রামের বাসিন্দা ছিলেন সত্য এবং রেবতী। সত্য পেশায় রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় গ্রামের একটি অনুষ্ঠান দেখতে যাওয়ার নাম করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। আর বাড়ি ফেরেননি। অন্য দিকে, রবিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান রেবতী। দুপুর পর্যন্ত তাঁরা ফিরে না আসায় খোঁজখবর শুরু করেন পরিবারের সদস্যেরা। বেলা গড়ানোর পর তাঁরা খবর পান গ্রামের অদূরে একটি বটগাছের ডালে গলায় নাইলনের দড়ির ফাঁস লাগানো অবস্থায় দু’জনের দেহ পাওয়া গিয়েছে। খবর যায় রাইপুর থানাতেও।
আরও পড়ুন:
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। প্রতিবেশীদের দাবি, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সত্য ও রেবতী। সামাজিক ভাবে তাঁদের সম্পর্ক স্বীকৃতি পাবে না, এই কথা ভেবে দু’জনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মৃতের পরিবার মুখ খুলতে রাজি নয়। বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাইপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে দুই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’