Advertisement
২৪ এপ্রিল ২০২৪
মন্ত্রী আশিসের আশ্বাস

তারামণ্ডল প্রতি জেলায়

রাজ্যের প্রতিটি জেলাতেই একটি করে প্ল্যানেটেরিয়াম তৈরি করার পরিকল্পনা নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দফতর। যে জেলায় হবে না, সেখানে গড়া হবে সায়েন্স সিটি। শনিবার রামপুরহাট উচ্চ বিদ্যালয়ে ২৪তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনে এসে এ কথা জানালেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞান মডেল। —নিজস্ব চিত্র।

বিজ্ঞান মডেল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৭
Share: Save:

রাজ্যের প্রতিটি জেলাতেই একটি করে প্ল্যানেটেরিয়াম তৈরি করার পরিকল্পনা নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দফতর। যে জেলায় হবে না, সেখানে গড়া হবে সায়েন্স সিটি। শনিবার রামপুরহাট উচ্চ বিদ্যালয়ে ২৪তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনে এসে এ কথা জানালেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

শিশু কিশোরদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠান হচ্ছে। রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের উদ্যোগে এই অনুষ্ঠানকে সফল করতে স্কুল শিক্ষা দফতর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন সহযোগিতা করেছে। এ দিন আশিসবাবু অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপচার্য স্বপন দত্ত, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের বৈজ্ঞানিক অমিয় কালিদহ, সাহা ইনস্টিউট অফ নিউক্লিয়র ফিজিক্সের বৈজ্ঞানিক পলাশবরণ পাল। ছিলেন রামপুরহাট মহকুমাশাসক সুপ্রিয় দাস-সহ রামপুরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন ভট্টাচার্য-সহ বিশিষ্টরা।

আশিসবাবু বলেন, ‘‘রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের উদ্যোগে রামপুরহাটে এই ধরনের অনুষ্ঠান প্রথম। শিশু ও কিশোরদের মধ্যে বিজ্ঞান সচেতনতা, উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করার জন্য রাজ্যের ২১টি জেলাতে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। ২১টি জেলা থেকে ৩টি করে প্রোজেক্ট বেছে নেওয়া হবে। রাজ্য স্তরের প্রতিযগিতায় মোট ৬৩টি প্রজেক্টের মধ্যে ৩০টি প্রজেক্ট বেছে নিয়ে জাতীয় স্তরে প্রতিযোগিতায় পাঠানো হবে।’’

অনুষ্ঠানের আহ্বায়ক সন্দীপ মণ্ডল বলেন, ‘‘জেলার বিভিন্ন প্রান্ত থেকে এ বার ১০১টি প্রজেক্ট নিয়ে ছাত্র ছাত্রীরা এই শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দিয়েছেন। ওই সমস্ত প্রজেক্টের সঙ্গে মোট চার জন করে ছাত্রছাত্রী যুক্ত থাকবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Planetarium
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE