Advertisement
২৪ এপ্রিল ২০২৪
পুরুলিয়ায় ছত্তীসগঢ়ের মন্ত্রী

কর্মীদের নিয়ে বসলেন দিলীপ

শনিবার বাঁকুড়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাঁকুড়া শহর ও ছাতনার ব্রাহ্মণকুলি গ্রামে গিয়ে দুই বুথ সভাপতি ও কর্মীদের কাছে সংগঠনে কোথায় খামতি রয়েছে তা জানতে চান।

জনসংযোগ: বাঁকুড়ার মালপাড়ায় দলীয় কর্মী কালীপদ মালের বাড়িতে দিলীপবাবু, সুভাষবাবু মধ্যাহ্ন ভোজন সারলেন। নিজস্ব চিত্র

জনসংযোগ: বাঁকুড়ার মালপাড়ায় দলীয় কর্মী কালীপদ মালের বাড়িতে দিলীপবাবু, সুভাষবাবু মধ্যাহ্ন ভোজন সারলেন। নিজস্ব চিত্র

বাঁকুড়া ও পুরুলিয়া
শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ০২:১৪
Share: Save:

সংগঠনে ফাঁক ফোকর খুঁজতে গ্রামে গিয়ে বুথ সভাপতি ও কর্মীদের সঙ্গে সরাসরি কথা বললেন বিজেপির রাজ্যে সভাপতি। শনিবার বাঁকুড়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাঁকুড়া শহর ও ছাতনার ব্রাহ্মণকুলি গ্রামে গিয়ে দুই বুথ সভাপতি ও কর্মীদের কাছে সংগঠনে কোথায় খামতি রয়েছে তা জানতে চান। এ দিনই পুরুলিয়া সফরে বিস্তারক যোজনা কর্মসূচিতে আসেন ছত্তীসগঢ়ের কৃষিমন্ত্রী ব্রিজমোহন অগ্রবাল। তিনি পুরুলিয়ার পুরুলিয়ায় জয়পুরে কর্মিসভা করেন।

দিলীপবাবুর সঙ্গে এ দিন আগাগোড়া ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সুভাষ সরকার। ব্রাহ্মণকুলি গ্রামে বুথকর্মীদের সঙ্গে দিলীপবাবু রুদ্ধদ্বার বৈঠক করেন। কর্মীদের কাছে তিনি জানতে চান, লোকসভা ও বিধানসভা ভোটে এই এলাকায় দল কত ভোট পেয়েছিল। লোকসভার তুলনায় বিধানসভায় ভোট কমে যাওয়ার জন্য বুথের কর্মীরা বিধানসভায় প্রার্থী নির্বাচনকে দায়ী করেন। তাঁরা রাজ্য সভাপতির কাছে অভিযোগ করেন, ‘‘এমন এক জনকে প্রার্থী করলেন যিনি প্রচারে আমাদের এলাকায় এলেন না।’’ তা শুনেই দিলীপবাবু তাঁদের আশ্বাস দেন, ‘‘যা হয়েছে ছেড়ে দিন। এ বার ভাল প্রার্থীই দেব। কে প্রার্থী হতে পারেন, তা আপনারাই বাছাই করা শুরু করুন। বাড়ি বাড়ি গিয়ে নিজেদের বিজেপি কর্মী বলে চেনান।’’ সকালের দিকে বাঁকুড়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মালপাড়াতেও দিলীপবাবু বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠক করেন। দু’জায়গাতেই তিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে যে দুর্নীতি হচ্ছে, তা নিয়ে লাগাতার আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছনোর বার্তা দেন।

সুভাষবাবু বলেন, ‘‘বুথস্তরে আমাদের শক্তি ধাপে ধাপে বাড়ছে। পঞ্চায়েত ভোটে বড় সড় চমক দিতে আমরা প্রস্তুত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh দিলীপ ঘোষ BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE