Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Birbhum

পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিদ্যুৎ চুরির প্রতিবাদ করে প্রহৃত স্টেশন ম্যানেজার

হুকিং দেখতে পেয়ে স্টেশন ম্যানেজার খোঁজ খবর নেওয়ার জন্য সেই বাড়িতে গিয়ে জানতে পারেন বাড়িটি তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইসমাল চৌধুরীর। এবার বাড়ির লোকজনকে হুকিংয়ের বিষয়ে বলতেই তাঁরা স্টেশন ম্যানেজারের উপর চড়াও হয় বলে অভিযোগ।

শাটারস্টক থেকে নেওয়া প্রতীকী চিত্র।

শাটারস্টক থেকে নেওয়া প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৪:৫০
Share: Save:

বিদ্যুৎ চুরির তদন্ত করতে গিয়ে বীরভূমের পাইকর থানা এলাকায় মার খেলেন দফতরের এক আধিকারিক। এমনকি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পরে বিদ্যুৎ চুরি এবং মারধরের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

মঙ্গলবার কুশমোড় ২ নম্বর পঞ্চায়েতের বড়লিপাড়া গ্রামের একটি বাড়িতে নতুন সংযোগ সংক্রান্ত কাজে যান বিদ্যুৎ দফতরের পাইকর স্টেশনের ম্যানেজার সুশীল দেবনাথ। সেই সময় তিনি একটি বাড়িতে হুক করে বিদ্যুৎ চুরি করা হয়েছে দেখতে পান।

হুকিং দেখতে পেয়ে স্টেশন ম্যানেজার খোঁজ খবর নেওয়ার জন্য সেই বাড়িতে গিয়ে জানতে পারেন বাড়িটি তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইসমাল চৌধুরীর। এবার বাড়ির লোকজনকে হুকিংয়ের বিষয়ে বলতেই তাঁরা স্টেশন ম্যানেজারের উপর চড়াও হয় বলে অভিযোগ। মারধরের ঘটনা দেখতে পেয়ে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার কোনও রকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পাইকর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: জলপাইগুড়িতে বাড়ছে পর্যটক, দুয়ার খুলে দিন ফেরার অপেক্ষায় ডুয়ার্স

পেশাগত শত্রুতার জের, ভাড়াটে দুষ্কৃতী দিয়ে গাড়িচালককে মারধর-ছিনতাই

আক্রান্ত স্টেশন ম্যানেজার বলেন, “স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিদুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে দেখে আমি বিষয়টি নিয়ে বলতে যেতেই ওই পরিবারের লোকেরা আমার উপর আক্রমণ করে। ছিঁড়ে দেওয়া হয়েছে জামা কাপড়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birbhum Electricity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE