Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jalpaiguri

জলপাইগুড়িতে বাড়ছে পর্যটক, দুয়ার খুলে দিন ফেরার অপেক্ষায় ডুয়ার্স

শুধু রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত নয়, বিদেশি পর্যটকেও ভরে ওঠে হোটেল, গেস্ট হাউস, হোম স্টে। কিন্তু করোনার জন্য বেশ কয়েক মাস খালিই থেকেছে সেগুলি।

মূর্তির পর্যটকের ভিড়। নিজস্ব চিত্র।

মূর্তির পর্যটকের ভিড়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৪:২৩
Share: Save:

করোনার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীর স্বাভাবিক হচ্ছে ডুয়ার্স। পর্যটক আসা শুরু হয়েছে, মূর্তি, গরুমারা, লাটাগুড়ি-সহ পর্যটকদের প্রিয় জায়গাগুলিতে। প্রায় ৭ মাস পর ডুয়ার্সে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করায় পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা আশার আলো দেখতে শুরু করেছেন। তাঁদের আশা, এ বার জীবনটা হয় তো আগের মতো স্বাবাভিক ছন্দে ফিরবে।

সারা বছরই কম বেশি পর্যটকের আনাগোনা থাকে ডুয়ার্সে। আর শীত পড়লে সেই সংখ্যাটা এক লাফে বেড়ে যায়। পাহাড়, জঙ্গল, নদী প্রেমী পর্যটকরা আসতে শুরু করতেন ডুয়ার্সে। শুধু রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত নয়, বিদেশি পর্যটকেও ভরে ওঠে হোটেল, গেস্ট হাউস, হোম স্টে। কিন্তু করোনার জন্য বেশ কয়েক মাস খালিই থেকেছে সেগুলি।

আরও পড়ুন: পেশাগত শত্রুতার জের, ভাড়াটে দুষ্কৃতী দিয়ে গাড়িচালককে মারধর-ছিনতাই

আরও পড়ুন: গভীর রাতের পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ ৪ দুষ্কৃতী পাকড়াও

এ বার পর্যটকদের এই ভিড় বাড়ায় খুশি ব্যবসায়ীরাও। একটি হোটেলের মালিক শেখ জিয়াউর রহমান বলেন, “আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করেছেন তাই একটু স্বস্তি। আমরা খুব কষ্টে লকডাউনের দিনগুলো কাটিয়েছি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আমাদের আশা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri Dooars Tourist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE