বাঁকুড়ার বেলিয়াতোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি হাতির। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতোড় রেঞ্জের জঙ্গল লাগোয়া নিত্যানন্দপুর গ্রামের ঘটনা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মৃত পুরুষ হাতিটি বছর ২২-এর।
এলাকার জমিতে এখন বোরো ধানের চাষ চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, হাতিটি গত কয়েক দিন ধরেই চাষজমির ক্ষতি করছিল। এ দিন ভোরে দেহ পড়ে থাকতে দেখে বনকর্মীদের খবর দেওয়া হয়। এ দিন মৃত হাতির দেহটির ময়না তদন্ত করেন বড়জোড়া ব্লকের পশু চিকিৎসক সঞ্জয় শীট। তিনি বলেন, ‘‘হাতিটির ডান দিকের পেটে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ণ মিলেছে।’’
ডিএফও (বাঁকুড়া উত্তর) পিনাকী মিত্র বলেন, ‘‘গ্রামবাসীর থেকে খবর পেয়ে দেহটি উদ্ধার করা হয়েছে। প্রায় ১৭টি রেসিডেন্ট হাতি বাঁকুড়া উত্তর বন বিভাগের জঙ্গলে রয়েছে। মৃত হাতিটি তারই একটি।
ডিএফও জানিয়েছেন, দেহটি যেখানে পাওয়া গিয়েছে তার দশ-পনেরো মিটার দূরে একটি সাবমার্সিবল পাম্প রয়েছে। সেটির তার থেকেই হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারে বলে বনকর্মীদের একাংশের অনুমান। বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হবে বলে পিনাকীবাবু জানান। তবে ওই পাম্পটির মালিকানা কার বা কাদের সেই ব্যাপারে স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে চাননি।