ঝাড়খণ্ডে ফিরেই রাতারাতি আবার পুরুলিয়ায় চলে আসছে হাতিরা। ঝালদার ফুলটুংরি পাহাড় লাগোয়া হেঁসলার জঙ্গলে এখন হাতির সংখ্যা ২২টি। তাণ্ডব চলছে। অন্য দিকে, রবিবার রাতে ঝাড়খণ্ডে ফিরে সোমবার ভোরে আবার সাতটি হাতি চলে এসেছে বাঘমুণ্ডিতে।
বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এলাকা ছেড়েছিল ঝাড়খণ্ড থেকে ঝালদায় আসা সাতটি হাতি। রবিবার রাতে ফিরে এসেছে সেগুলি।
মাঝের সময়ে ঝালদায় পড়ে থাকা তিনটি হাতির সঙ্গে বাঘমুণ্ডির কালিমাটি থেকে এসে ভেড়ে ১২টি হাতি। নতুন-পুরনো মিলিয়ে মোট ২২টি হাতি ছোট ছোট দলে ভাগ হয়ে সোমবার ভোরে বনডি, ঘসড়া, রানিডি, জুরাডি-সহ কয়েকটি গ্রামে হানা দিয়ে প্রায় ৫ হেক্টর জমির আমন ধান তছনছ করেছে। বন দফতর সূত্রের খবর, তার পরে আবার এক সঙ্গে মিলে সব ক’টি হাতি ফুলটুংরি পাহাড় লাগোয়া হেঁসলার জঙ্গলে ঘাঁটি গাড়ে।