বাঁকুড়ার জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে চলার সময়ে পুড়ে ছাই হয়ে গেল একটি গাড়ি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থেকে পাঁচমুড়া যাওয়ার পথে কৃষ্ণপুর শাল জঙ্গলে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কোনওক্রমে গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচেন চালক। দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাঁকুড়ার সিমলাপাল থেকে পাঁচমুড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। তাতে দুধ নিয়ে যাচ্ছিলেন চালক। সিমলাপাল থানার বাদাগেড়িয়া এলাকার কৃষ্ণপুর শাল জঙ্গল পেরোনোর সময়ে গাড়িতে আগুন লেগে যায়। জঙ্গলের রাস্তায় সেটি দাঁড় করিয়ে নেমে পড়েন চালক। এর পরেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। তা দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ে অন্য গাড়ি। পুলিশের একটি সূত্র বলছে, রান্নার গ্যাস ব্যবহার করে ওই গাড়ি চালানো হচ্ছিল। সেই জ্বালানির সিলিন্ডার থেকেই কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়ে গাড়িতে।
গাড়ির চালক সঞ্জয় হেমব্রম বলেন, ‘‘গাড়িতে আমি একাই ছিলাম। গাড়ি চালানোর সময় কৃষ্ণপুর জঙ্গলে গ্যাসের গন্ধ পাই। তখনই গাড়ি থেকে নেমে দেখি, গ্যাস লিক করছে কি না। এর পরে আবার গাড়ি নিয়ে এগোনোর চেষ্টা করতেই তাতে আগুন লেগে যায়। ভয়ে গাড়ি ছেড়ে দূরে গিয়ে দাঁড়াই। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও গাড়িটি পুড়ে গিয়েছে।’’