রাজ্যে ঝড়বৃষ্টি আপাতত চলবে। এমনটাই পূ্র্বভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। উত্তরের কয়েক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পঞ্জাব থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে আগামী সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলায় এই ঝড়বৃষ্টি হবে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। তার মধ্যে পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। হতে পারে বজ্রপাত। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা।
আগামী মঙ্গলবারও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আগামী বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মু্র্শিদাবাদে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সব জেলাতেই রয়েছে সতর্কতা।
বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড়বৃষ্টির জন্য জারি রয়েছে সতর্কতা। সোমবার উত্তরের সব জেলায় জারি হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। উত্তর দিনাজপুর এবং কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। তিন জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙেও হতে পারে ভারী বৃষ্টি। তবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। বুধবারও উত্তরের আট জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। ওই দিন জলপাইগুড়ি, আলিপুরদয়ারে হতে পারে ভারী বৃষ্টি।