Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bolpur

বোলপুর ব্লক অফিসের সামনে মিল শতাধিক আধপোড়া পরিচয়পত্র, চাঞ্চল্য

এতগুলো ভোটার কার্ড এল কোথা থেকে?  আর এই কার্ডগুলি আদৌ বৈধ না অবৈধ?

আধপোড়া সেই পরিচয়পত্র। নিজস্ব চিত্র।

আধপোড়া সেই পরিচয়পত্র। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ২০:২৪
Share: Save:

বোলপুর ব্লক প্রশাসনিক দফতরের পাশে পোড়ানো অবস্থায় শতাধিক ভোটার পরিচয়পত্র মিলল। এই ঘটনাকে ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ব্লক অফিসের পাশেই রয়েছে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির কার্যালয়।

এতগুলো ভোটার কার্ড এল কোথা থেকে? আর এই কার্ডগুলি আদৌ বৈধ না অবৈধ? কেনই বা পোড়ানো হল কার্ডগুলোকে— এ রকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপি-র জেলা সভাপতি বলাই চট্টোপাধ্যায়ের অভিযোগ, পুরাতন পঞ্চায়েত নির্বাচনে এই ভুয়ো কার্ডগুলো ব্যবহার করেছে তৃণমূল। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

তবে বিডিও শেখর সাই বলেন, “এই পরিচয় পত্রগুলি সব পুরনো। পরিচয়পত্র সংশোধনের কাজ চলছে। অনেক পুরনো কার্ড ফেরত আসছে। সেগুলোকে নষ্ট করার নিয়ম। আমরা সেটাই করেছি।” তবে আধপোড়া নয়, ভাল ভাবে সেগুলোকে পুড়িয়ে ফেলা উচিত ছিল বলে স্বীকার করেছেন বিডিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bolpur Voter cards
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE