Advertisement
১৬ মে ২০২৪

ধর্ষণের দায়ে সাত বছরের কারাদণ্ড

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুরের আদালত। শনিবার বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরী ওই নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০১ মে ২০১৬ ০০:৪৭
Share: Save:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুরের আদালত। শনিবার বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরী ওই নির্দেশ দেন।

সরকারি আইনজীবী তপন দাস জানান, একাদশ শ্রেণির ছাত্র কার্তিক দাস বৈরাগ্য বোলপুর থানা এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ধর্ষণ করে বলে অভিযোগ ছিল। ২০১৪ সালের ২৯ নভেম্বর অভিযুক্তের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ জানায় ওই ছাত্রীর বাবা। ভারতীয় দণ্ডবিধির ৪১৭ নম্বর (প্রতিশ্রুতি ভঙ্গ) এবং ৩৭৬ (ধর্ষণ) ধারায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। মামলায় ২০১৫ সালের ১৫ জুন যুবকের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তপনবাবু বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক। বিচারক এ দিন এই সাজা শুনিয়েছেন।’’ রায় শোনার জন্য এ দিন এজলাসে হাজির ছিলেন নির্যাতিতা। সাজা ঘোষণার পরে নির্যাতিতা বলে, ‘‘ভালবাসার নাটক করে এমন অপরাধ করার আগে লোকে দু’বার ভাববে।’’ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন, জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী কার্তিক চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rape jail 7 years
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE