হাসপাতালেই দুর্ঘটনায় আহত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিল শিক্ষা দফতর। নানুরের গোপডিহি গ্রামের বাসিন্দা ওই পরীক্ষার্থীর নাম উজ্জ্বল মেটে। স্থানীয় খুজুটিপাড়া হাইস্কুলের ওই পড়ুয়ার শুক্রবার পরীক্ষা দেওয়ার কথা ছিল নানুর চণ্ডীদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ নানুর থেকে মোটরবাইকে বাবাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল উজ্জ্বল। পথে নানুর-বাসাপাড়া সড়কে বালিগুনী গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক উল্টে যায়। আহত অবস্থায় বাবা-ছেলে দু’জনকেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানান, দু’জনেরই হাত-পা এবং মাথায় চোট রয়েছে। সে খবর পেয়ে এ দিন উজ্জ্বলের হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
এ দিন হাসপাতালে ভর্তি থাকা উজ্জ্বল বলে, ‘‘ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরছিলাম। ডাম্পারটি একেবারে গা ঘেঁসে চলে আসায় আমি রাস্তার পাশে নামতেই ইটের কুচিতে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। শরীর খুব দুর্বল। হাসপাতালে ব্যবস্থা না হলে হয়তো আমার পরীক্ষাই দেওয়া হতো না।’’ নানুর হাইস্কুলের সেন্টার ইনচার্জ অভিজিৎ দাস বলছেন, ‘‘ওই পরীক্ষার্থীর আঘাতের কথা বিবেচনা করেই হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’’