Advertisement
০৮ মে ২০২৪

নতুন তিন ভবন পেল ভূমি দফতর

দীর্ঘ দিন ধরে নিজস্ব কোনও ভবন ছিল না। কখনও ভাড়া বাড়িতে, কখনও পুরসভার পুর মার্কেটে ওই ভবন চালু ছিল। কোথাও বা অফিস চলছিল ব্লক অফিস সংলগ্ন ছোট ভবনে। ফলে জমির দলিলের রেকর্ড-সহ যাবতীয় কাগজপত্র সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা মুশকিল হত। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবন পেল তিন অফিস।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০১:৫০
Share: Save:

দীর্ঘ দিন ধরে নিজস্ব কোনও ভবন ছিল না। কখনও ভাড়া বাড়িতে, কখনও পুরসভার পুর মার্কেটে ওই ভবন চালু ছিল। কোথাও বা অফিস চলছিল ব্লক অফিস সংলগ্ন ছোট ভবনে। ফলে জমির দলিলের রেকর্ড-সহ যাবতীয় কাগজপত্র সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা মুশকিল হত। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবন পেল তিন অফিস।

ভূমি ও ভূমি সংস্কার দফতরের রামপুরহাট মহকুমা অফিসের কার্যালয়-সহ রামপুরহাট ১ ব্লক ও নলহাটি ১ ব্লকের কার্যালয়ের পরিকাঠামো গত সমস্যার জন্য অফিসের আধিকারিক থেকে কর্মীরা যেমন অসুবিধার মধ্যে কাজ করতেন, তেমনি সাধারণ মানুষও অফিসের পরিকাঠামো গত ত্রুটির জন্য অসুবিধায় মধ্যে পড়তেন। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালের ৩ ডিসেম্বর জেলা সফরে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার দফতরের রামপুরহাট মহকুমার আধিকারিকের কার্যালয় এবং ওই দফতরের রামপুরহাট ১ ও নলহাটি ১ ব্লকের বিএলআরও অফিসের নতুন ভবনগুলি দ্বারোদঘাটন করেন।

মুখ্যমন্ত্রীর দ্বারোদঘাটনের প্রায় এক বছর পরে অফিসগুলি নতুন ভবনে স্থানান্তরিত হল। রামপুরহাট হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকায় নতুন ভবনটিতে রামপুরহাট মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতর স্থানান্তরিত হওয়ার পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার দফতরের রামপুরহাট ১ বিএলআরও অফিসও আনুষ্ঠানিক ভাবে স্থানান্তরিত হল। একই সঙ্গে নলহাটি ১ বিএলআরও অফিসও ব্লক অফিস লাগোয়া এলাকায় স্থানান্তরিত হল। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানের মাধ্যমে এই তিনটি অফিস তাদের নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়।

ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, ডিএলআরও নীলকমল বিশ্বাস, রামপুরহাট মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রবীর চট্টোপাধ্যায়, রামপুরহাট মহকুমাশাসক সুপ্রিয় দাস-সহ ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ও কর্মীরা। মন্ত্রী বলেন, ‘‘কাজ করার জন্য কাজের পরিবেশও অনেক সময় দরকার। নতুন ভবন নির্মাণের ফলে কাজের পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।’’ ডিএলআরও জানান, ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে রামপুরহাট মহকুমা আধিকারিকের কার্যালয় এবং রামপুরহাট ১ বিএলআরও অফিসের কার্যালয় নির্মাণের জন্য প্রায় ১ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। জেলাপরিষদের মাধ্যমে ভবন দুটি নির্মাণ করা হয়েছে। ডিএলআরও বলেন, ‘‘নলহাটি ১ বিএলআরও অফিস বৃহস্পতিবার নতুন ভবনে স্থানান্তরিত হয়। জেলাতে নলহাটি ২ ব্লক, নানুর ব্লকের বিএলআরও অফিসেরও সংস্কার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া রেভিনিউ ইনস্পেক্টরের অফিসগুলি নতুন ভাবে গড়ে তোলার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Land dept buildings office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE