Advertisement
০২ মে ২০২৪

ব্যবসায়ী খুনে যাবজ্জীবন

ব্যবসায়ী খুনের ঘটনায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া আদালত। সোমবার বাঁকুড়া দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক দ্বিজেন্দ্রনাথ রায় বর্মন এই নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তদের নাম ধীরেন মণ্ডল, স্বার্থ মুখোপাধ্যায়, অচিন্ত্য বাউরি এবং সরেস মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০০:৫৩
Share: Save:

ব্যবসায়ী খুনের ঘটনায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া আদালত। সোমবার বাঁকুড়া দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক দ্বিজেন্দ্রনাথ রায় বর্মন এই নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তদের নাম ধীরেন মণ্ডল, স্বার্থ মুখোপাধ্যায়, অচিন্ত্য বাউরি এবং সরেস মণ্ডল।

সরকার পক্ষের আইনজীবী অরুণ চট্টোপাধ্যায় জানান, ২০০৭ সালের ২৯ জুলাই শালতোড়ার ভরতপুরের বাসিন্দা, পেশায় মদ ব্যবসায়ী স্বপন মণ্ডলকে (৩৫) পরিকল্পনা করে খুন করার অভিযোগ ওঠে শালতোড়া তেতুলারাখের বাসিন্দা ধীরেন মণ্ডল, নীহির মণ্ডল, সরেস মন্ডল এবং শালতোড়ার আনন্দপুরের বাসিন্দা স্বার্থ মুখোপাধ্যায় ও অচিন্ত্য বাউরির বিরুদ্ধে। তেতুলারাখে এলাকায় স্বপনবাবুর একটি মদের দোকান ছিল। ঘটনার কয়েক দিন আগে অভিযুক্ত পাঁচ জনের সঙ্গে মদ কেনাকে কেন্দ্র ঝামেলা হয় তাঁর। তারা স্বপনবাবুকে খুনের হুমকি দেয়। ঘটনার দিন সন্ধ্যায়ও ফের ফের ঝামেলায় হয় অভিযুক্তদের সঙ্গে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাস্তায় স্বপনবাবুকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হয়।

পরের দিন স্বপনবাবুর স্ত্রী কবিতাদেবী শালতোড়া থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে খুনে ব্যবহৃত একটি ভোজালি উদ্ধার হয়। ওই বছর ৩০ অক্টোবর বাঁকুড়া আদালতে ঘটনার চার্জশিট দাখিল করা হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন জামিনে মুক্ত ছিলেন অভিযুক্তেরা। এরই মধ্যে অন্যতম অভিযুক্ত নিহির মণ্ডলের মৃত্যু হয়। অরুণবাবু বলেন, “প্রায় আট বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পরে, ২৭ জনের সাক্ষ্য নিয়ে গত বৃহস্পতিবারই অভিযুক্ত চার জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এ দিন দোষীদের যাবজ্জীবন সশ্রম কারাবাস এবং প্রত্যেকের নগদ ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder Life imprisonment Bankura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE