Advertisement
E-Paper

ভোটে টক্করে বিজেপির ভরসা শক্তিপ্রমুখ কেন্দ্র

বিজেপির সর্বভারতীয় সভাপতি আগেই বার্তা দিয়েছেন, যিনি বুথে লিড দিতে পারবেন সেই লিডার।

অপূর্ব চট্টোপাধ্যায়    

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৩:২৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কয়েক’টি বুথ নিয়ে তৈরি হয়েছে শক্তিপ্রমুখ কেন্দ্র। সেই কেন্দ্রের বুথওয়াড়ি প্রচারে ভর করেই তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়ার কথা জানিয়ে দিল জেলা বিজেপি। সেই শক্তি প্রমুখ কেন্দ্রগুলি নিয়ে দু’দিন ধরে বোলপুর ও বীরভূম লোকসভা আসনের জন্য আলাদা বৈঠকও হয়েছে। আলোচনা হয় রণকৌশল নিয়েও।

বিজেপির সর্বভারতীয় সভাপতি আগেই বার্তা দিয়েছেন, যিনি বুথে লিড দিতে পারবেন সেই লিডার। সেক্ষেত্রে তাঁর পাশে জেলা বা রাজ্য নেতৃত্ব আছেন কি নেই, সেটা বিবেচনা করে দেখা হবে না। অর্থাৎ, বুথস্তরের নেতৃত্বকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সাফ জানিয়ে দিয়েছেন অমিত শাহ। সেই মতো বছর দেড়েক আগে রাজ্যের অন্য জেলার মতো বীরভূমের দুটি আসনের জন্যেও শক্তি প্রমুখ কেন্দ্র চালু করেছে বিজেপি।

বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের পরিদর্শক অতনু চট্টোপাধ্যায় জানান, বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্রের অধীন প্রতিটি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এলাকার বুথগুলি নিয়ে একটি করে শক্তি প্রমুখ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেই শক্তি প্রমুখ কেন্দ্রগুলিতে যেমন মণ্ডল কমিটির সদস্য আছেন, তেমনই জেলা কমিটির সদস্যরাও আছেন। তবে প্রতিটি বুথ স্তরে কাজ করার জন্য সুনির্দিষ্ট ভাবে কর্মী বেছে নেওয়া হয়েছে। অতনুর কথায়, ‘‘বোলপুর কেন্দ্রে মোট বুথ ১৯৭১। সেই বুথের জন্য ৩৬০টি শক্তি কেন্দ্র প্রমুখ গঠন করা হয়েছে। বৈঠকে কেন্দ্রের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে।’’

বোলপুর লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কামিনীমোহন সরকার পেয়েছিলেন ১ লক্ষ ৯৭ হাজার ৪৭৪ ভোট। সেখানে তৃণমূল প্রার্থী অনুপম হাজরা পেয়েছিলেন ৬ লক্ষ ৩০ হাজার ৯৯৩ ভোট। বামফ্রন্ট প্রার্থী রামচন্দ্র ডোম পেয়েছিলেন ৩ লক্ষ ৯৪ হাজার ৫৮১ ভোট। বিজেপি নেতৃত্বর দাবি, ‘‘তৃণমূল সরকারে বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছেন। সুতরাং এ বারে আগের সব রেকর্ড ছাপিয়ে যাবে।’’

একই দাবি করেছেন বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির পরিদর্শক শুভ্রাংশু মণ্ডল। শুভ্রাংশুর কথায়, ‘‘বীরভূম লোকসভা কেন্দ্রেও বছর দেড়েক আগে ১৯০৫টি বুথের জন্য ৩০৭টি শক্তি প্রমুখ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেই মতো শক্তি প্রমুখ কেন্দ্রগুলিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র সরকারের প্রকল্পগুলির ব্যাপারে জানিয়ে দিচ্ছেন।’’ কেন্দ্রের বিজেপি সরকারের তরফে নেওয়া নানা জনকল্যাণ মূলক পদক্ষেপের জন্যই ফের মোদী সরকার ফিরে আসবে বলে আশাবাদী তিনি। প্রচারে সাড়া মিলছে বলেও দাবি করেছেন লোকসভা কেন্দ্রের দুই পর্যবেক্ষক।

বীরভূম লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ভোট পেয়েছিলেন ৪ লক্ষ ৬০ হাজার ৫৬৮। দ্বিতীয় স্থানে ছিলেন বামফ্রন্ট প্রার্থী কামরে ইলাহি। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৯৩ হাজার ৩০৫। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় ২ লক্ষ ৩৫ হাজার ৭৫৩ ভোট পেয়েছিলেন। এই পরিসংখ্যান সামনে রেখে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলছেন, ‘‘জেলার দুটি লোকসভা কেন্দ্রের শক্তি প্রমুখ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের সঙ্গে দু’দিন আলাদা বৈঠক হয়েছে। তাতে দুটি কেন্দ্রেই আমাদের জয় হবেই।’’ তৃণমূলের তরফে তাকে ‘দিবাস্বপ্ন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

BJP Birbhum Lok Sabha Election 2019
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy