শহরের তাঁত শিল্পীদের জন্য তৈরি ক্লাস্টার ভবন ও কাপড় রং করার শেডের উদ্বোধন হল। রবিবার বিকেলে রঘুনাথপুর শহরে ওই দু’টি ভবনের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো।
বছর সাত আগে রঘুনাথপুরে তাঁত শিল্পের উন্নয়নে ক্লাস্টার প্রকল্প শুরু করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনশো দশ জন তাঁতিকে ওই প্রকল্পের আওতায় আনা হয়েছে। কয়েক মাস আগেই প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে ক্লাস্টার ভবন। উন্নত মানের তসর তৈরির জন্য তাঁতিদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই উন্নত তাঁত যন্ত্র দেওয়া হয়েছে তাঁতিদের। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি ও পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়।