এত দিন কেবল রোগীর সংখ্যা বাড়িয়ে ডেঙ্গি চোখ রাঙাচ্ছিল। এ বার ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেলেন এক জন। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি থাকা এক রোগীর ডেঙ্গিতে মৃত্যু হল। মৃতের নাম অশোক তুং (৪২)। বেলিয়াতোড়ের ছান্দার গ্রাম পঞ্চায়েতের তালান্দা গ্রামে তাঁর বাড়ি। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি মৃত্যুর কথা ঘুরিয়ে লেখা থাকায়, তা নিয়ে কেউ কেউ কথা তুলেছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার জ্বর নিয়ে অশোকবাবু বাঁকুড়া মেডিক্যালে ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পরে তাঁর আইজিএম এবং ম্যাক অ্যালাইজা পরীক্ষা করা হয়। তাতে জানা যায়, তিনি ডেঙ্গিতে আক্রান্ত। সেই মতো চিকিৎসা করা হলেও, বৃহস্পতিবার রাত ১০টায় তিনি মারা যান। বাঁকুড়া মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, “ম্যাক অ্যালাইজা পরীক্ষায় ওই রোগীর শরীরে ডেঙ্গি পজিটিভ ধরা পড়েছিল। তবে তাঁর প্লেটলেট তেমন কমেনি। মাঝে উনি খানিকটা সুস্থও হয়ে উঠছিলেন। হঠাৎই শ্বাস কষ্ট হয়ে তাঁর মৃত্যু হল।” অধ্যক্ষ জানাচ্ছেন, অশোকবাবুর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে। বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসকদের একাংশ জানান, ডেঙ্গির প্রভাবে মৃতের শরীর থেকে প্রচণ্ড পরিমাণ জল বেরিয়ে গিয়ে রক্তের ঘনত্ব বেড়ে যাওয়াতেই মৃত্যু হয়ে থাকতে পারে।
এ দিকে অশোকবাবুর ডেথ সার্টিফিকেটে অবশ্য মৃত্যুর কারণ হিসেবে ‘প্রোব্যাবল ডেঙ্গি শক সিন্ড্রোম’ বা ‘সম্ভাব্য ডেঙ্গি’ বলে উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের অনেকেরই অভিমত, রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপে এমনিতেই চিন্তিত রাজ্য সরকার। তাই মৃত্যুর কারণ হিসেবে সরাসরি ডেঙ্গি লেখার ঝুঁকি হয়তো নিতে চাননি চিকিৎসক।