Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Manbazar

বিজেপিতে যোগ, দাবি

প্রায় চারশো জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বাঁকুড়ার ইঁদপুরের বিজেপি নেতাদের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মানবাজার  ও ইঁদপুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০১:৫৯
Share: Save:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দাবি উঠল দুই জেলায়।

বুধবার বিকেলে পুরুলিয়ার মানবাজারে তৃণমূল সমর্থক ২০টি সংখ্যালঘু পরিবারের শতাধিক সদস্য বিজেপিতে যোগ দেন বলে দাবি গেরুয়া শিবিরের। মানবাজার ২ ব্লকের জাওড়া গ্রামে দলবদলের অনুষ্ঠান হয়েছে বলে জানান বিজেপির মানবাজার ২ মণ্ডল সভাপতি কৃত্তিবাস মাহাতো। উপস্থিত ছিলেন বিজেপির এসটি মোর্চার রাজ্য কমিটির সদস্য অজিত সিং সর্দার, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল গফফর আনসারি, এসটি মোর্চার জেলা সভাপতি পারসি মুর্মু, কিসান মোর্চার জেলা সভাপতি বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দলবদলের দাবি অস্বীকার করেছেন।

অন্য দিকে, প্রায় চারশো জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বাঁকুড়ার ইঁদপুরের বিজেপি নেতাদের। বৃহস্পতিবার বিকেলে ইঁদপুরের জোড়দায় বিজেপির একটি পথসভায় নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের ইঁদপুর ১ মণ্ডলের সভাপতি তারকনাথ গোস্বামী। যদিও ইঁদপুর ব্লক তৃণমূলের সভাপতি অসিত লায়েক দাবি করেন, তাঁদের দলের কেউ বিজেপিতে যাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manbazar Indpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE