Advertisement
১৮ মে ২০২৪

কর্মিসভার নির্বাচনে তৃণমূলের দুই প্যানেল

বিশ্বভারতীর কর্মিসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিল শাসকদল তৃণমূল প্রভাবিত দুই গোষ্ঠীই। আজ, মঙ্গলবার শান্তিনিকেতনে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল বেরোবে ওই দিনই। বিশ্বভারতী সূত্রের খবর, মোট ৮০৮ জন কর্মী ভোটারের মধ্যে ২২ জন কলকাতা গ্রন্থন বিভাগের। সোমবার কলকাতা গ্রন্থন বিভাগে তাঁদের ভোট নেওয়া হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০০:৫৯
Share: Save:

বিশ্বভারতীর কর্মিসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিল শাসকদল তৃণমূল প্রভাবিত দুই গোষ্ঠীই। আজ, মঙ্গলবার শান্তিনিকেতনে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল বেরোবে ওই দিনই।

বিশ্বভারতী সূত্রের খবর, মোট ৮০৮ জন কর্মী ভোটারের মধ্যে ২২ জন কলকাতা গ্রন্থন বিভাগের। সোমবার কলকাতা গ্রন্থন বিভাগে তাঁদের ভোট নেওয়া হয়ে গিয়েছে। দু’বছরের মেয়াদের জন্য কলকাতার গ্রন্থন বিভাগে এবং শান্তিনিকেতনে যথাক্রমে ৩০ ও ৩১ মে নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করেছিল বিশ্বভারতী নির্বাচন পরিচালন সমিতি। ওই সমিতির ভাইস-চেয়ারম্যান তথা সহ-কর্মসচিব (শিক্ষা ও গবেষণা) সত্যনারায়ণ ভট্টাচার্য সোমবার বলেন, “কর্মিসভার নির্বাচনে ৪৫ জন কাউন্সিলর এবং ৭ জন অফিস বিয়ারার নিয়ে মোট ৫২টি পদের জন্য ভোট নেওয়া হয়। এ বারের নির্বাচনে মোট ৭টি অফিস বিয়ারার এবং ৩২ জন কাউন্সিলরের জন্য নির্বাচন নেওয়া হচ্ছে। দু’টি প্যানেলে প্রার্থী দিয়েছেন কর্মীরা।’’ সোমবার ২২ জন কর্মীর ভোট কলকাতার গ্রন্থন বিভাগে নেওয়া হয়েছে। আজ, শান্তিনিকেতনে ৭৮৬ কর্মীর ভোট নেবে সংশ্লিষ্ট সমিতি। সংশ্লিষ্ট নির্বাচন পরিচালন সমিতি সূত্রে জানা গিয়েছে, ৪৫টি কাউন্সিলর পদের মধ্যে দুই প্যানেল থেকে মনোনয়ন না করে কর্মীরা মনোনীত করে ১৩ কাউন্সিলরের নাম পাঠিয়েছেন। তৃণমূলের দলীয় প্রতীকে না হলেও বিশ্বভারতীতে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীরা (দেবব্রত সরকার এবং দেবব্রত হাজারি) দু’টি প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংঘর্ষে জখম নয়। বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বেধে গেল বর্ধমানের জগদাবাদে। রবিবার বিকেলের ওই ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের ৯ জন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁদের। পুলিশের দাবি, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE