কর্মাধ্যক্ষর পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া পাড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দীপক আচার্য। আর তার আগে মহকুমাশাসকের কাছে পঞ্চায়েত সমিতির নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগ জানালেন।
সম্প্রতি বিজেপি-তে যোগ দিয়েছেন পাড়ার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দীপক আচার্য। দলবদলের কারণ হিসেবে সেই সময়েই তিনি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ মৌখিক ভাবে জানিয়েছিলেন। বিজেপি-তে যোগ দেওয়ার পরেই দীপকবাবুর বিরুদ্ধে অনাস্থা আনেন পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যরা।
তলবি সভার আগেই বুধবার মহকুমাশাসক (রঘুনাথপুর)-এর কাছে চিঠি পাঠিয়ে পদত্যাগ করেন দীপকবাবু। তবে মহকুমাশাসক (রঘুনাথপুর) দেবময় চট্টোপাধ্যায় জানান, পদত্যাগের চিঠি এখনও তাঁর কাছে পৌঁছয়নি। পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।