Advertisement
E-Paper

আর কবে ডিজিটাল রেশন কার্ড পাব

আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন বনহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বুবাই মুর্মু। সঞ্চালনায় ছিলেন অপূর্ব চট্টোপাধ্যায়আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন বনহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বুবাই মুর্মু। সঞ্চালনায় ছিলেন অপূর্ব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০২:৩৫
বৃক্ষরোপণ। বনহাট পঞ্চায়েত এলাকায়। নিজস্ব চিত্র

বৃক্ষরোপণ। বনহাট পঞ্চায়েত এলাকায়। নিজস্ব চিত্র

ডিজিটাল রেশন কার্ড এখনও বনহাট পঞ্চায়েতের বহু বিপিএল পরিবারের কাছে পৌঁছায়নি। এর ফলে অনেকেই ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন না। পঞ্চায়েত এলাকায় রেশন কার্ড বিলি নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি।

ফুলু আদিত্য, খরবোনা

প্রধান: পঞ্চায়েতে রেশন কার্ড নিয়ে সমস্যা আছে। তার জন্য অনেকেই সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এ কথা জানি। সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এলাকার নিকাশি নালা গুলি পাকা কবে হবে?

সুমিত্রা আদিত্য, খরবোনা

প্রধান: কিছু নিকাশি নালা পাকা করা হয়েছে। আরও কিছু জায়গায় পাকা করার লক্ষ্যমাত্রা পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছে।

পঞ্চায়েত এলাকার মধ্যে থাকা সেচখালগুলির সংস্কার কবে হবে?

কার্তিক মণ্ডল, কামারহাটি

প্রধান: চেষ্টা করা হবে।

খরবোনা এলাকায় প্রায় ১৮ বিঘে সরকারি খাসজমি আছে। ওই জমিতে শিশুদের জন্য পার্ক করলে ছেলেমেয়েরা বিনোদনের সুযোগ পায়।

রেণুকা আদিত্য, খরবোনা

প্রধান: ভাল প্রস্তাব। ১০০ দিনের প্রকল্পে উদ্যোগী হবে পঞ্চায়েত।

এলাকায় আদিবাসীদের জন্য একটি থান খোলা পড়ে আছে। ওই জায়গাটি মেপে সেখানে পাকা মণ্ডপ করা হোক।

চুরকো পাউরিয়া, আদিবাসীপাড়া

প্রধান: চেষ্টা করব।

বনহাট পঞ্চায়েতের অধীন খরবোনা গ্রামে বড় খেলার মাঠ আছে। ওই খেলার মাঠ সংস্কার করা দরকার। একটা স্টেডিয়াম করলে খেলাধুলোর মানের উন্নতি হবে।

পবন সাহা, খরবোনা

প্রধান: ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

গ্রামের সরকারি নলকূপগুলি থেকে প্রচুর আয়রন যুক্ত জল উঠছে। ওই জলই খেতে বাধ্য হচ্ছেন অনেকে। বিকল্প ব্যবস্থা কি করা যায়?

নিত্যগোপাল চট্টোপাধ্যায়, রদিপুর

প্রধান: রদিপুর গ্রামে খুব তাড়তাড়ি দুটি পাম্পসেট বসানো হবে।

এলাকায় বাসিন্দাদের সিউড়ি যাওয়ার জন্য রামপুরহাট থেকে ঝনঝনিয়া সেতু হয়ে খরবোনা, গুগ, কাষ্টগড়া, আম্বা মোড়, মল্লারপুর হয়ে বাস যোগাযোগ ব্যবস্থা চালু কি করা যায়?

তপন বন্দ্যোপাধ্যায়, চিতুড়ি

প্রধান: এ ব্যাপারে কথা বলব।

সেচ ক্যানেলে চেক ড্যাম তৈরি করলে চাষিরা উপকৃত হয়। কিছু কী করা যায়?

সহদেব মণ্ডল, বড়জোল

প্রধান: এটা ভাল প্রস্তাব। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।

আদিবাসী পাড়া থেকে হরিনাথপুর যাওয়ার জন্য পাঁচ কিলোমিটার রাস্তা এখনও কাঁচা। এর ফলে এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। আমরা রাস্তা পাকা করার দাবি জানাচ্ছি।

সুনীল সোরেন, খরবোনা

প্রধান: চলতি আর্থিক বছরে রাস্তাটি ঢালাই রাস্তা করা হবে।

পঞ্চায়েত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নেই। এ ব্যাপারে প্রধানকে উদ্যোগী হতে আবেদন জানাই।

তপন মণ্ডল, খরবোনা

প্রধান: পঞ্চায়েতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কিয়স্ক আছে। আরও দু’ একটি হলে ভাল হয়। এ ব্যাপারে কথা বলব।

বনহাট পঞ্চায়েতের ২৫-৩০ শয্যার স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের প্রয়োজন। প্রধানের কাছে আবেদন রাখছি।

টোটন সাহা, খরবোনা

প্রধান: বিষয়টি দেখব।

পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহের দাবি রাখছি।

রবীন্দ্রনাথ মণ্ডল, বনহাট

প্রধান: সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব।

Ration Card Digital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy