বগটুই-কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের মোবাইল বাজেয়াপ্তের কথা এক মাস পর আদালতকে জানিয়েছে তারা। বুধবার লিখিত জবাবে রামপুরহাট আদালতে এমনটাই জানিয়েছে সিবিআই।
গত এপ্রিলে আনারুলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতে অভিযোগ করেছিলেন, ধৃত তৃণমূল নেতার মোবাইল বাজেয়াপ্ত করেও আদালতকে সে বিষয়ে জানায়নি সিবিআই। এমনকি, ‘সিজার মেমো’ও জমা দেয়নি। বুধবার এই প্রসঙ্গ উঠলে আদালত ফের শুনানির সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে সিবিআইকেও ভর্ৎসনা করে।
আনারুলের সামাজিক কাজকর্ম নিয়ে সিবিআইকে তদন্ত রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তা না করে তারা নিজেদের মতো একটা মতামত জানানোর চেষ্টা করেছে বলেই অভিযোগ উঠেছে সিবিআইয়ের বিরুদ্ধে। এই মামলার পরবর্তী শুনানির দিন ১৮ মে।