যুব সভাপতির সভার ভিড় স্বস্তি দিল বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বকে। কিন্তু সভার জন্য গাড়ি তুলে নেওয়ায় ভোগান্তি শিকার হলেন পথে বের হওয়া মানুষজন।
সাংসদ তথা দলের জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়জোড়ার সভা সফল করতে প্রায় এক মাস ধরে ঝাঁপিয়ে পড়েছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত ভিড় দেখে হাসি ফুটেছে তাঁদের মুখে। তাই জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ সভার শেষে দাবি করেছেন, ‘‘এক লক্ষের বেশি মানুষ এসেছিলেন। সভাস্থলের বাইরের ভিড়, ভিতরের চেয়েও ঢের বেশি ছিল।” আর পুলিশের হিসেবে এ দিনের সভায় লোক হয়েছিল পঞ্চাশ হাজারের কাছাকাছি। সভাস্থলের বাইরের ভিড় সামলাতে হিমশিম খান পুলিশ কর্মীরা। বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ বলেন, “এই সভার ভিড় নজির সৃষ্টি করেছে বড়জোড়ায়।’’
সভা সফল করার কামনায় এ দিন মন্দিরে পুজো দেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি অলক মুখোপাধ্যায়। তিনি বলেন, “জেলার প্রতিটি অঞ্চল থেকে মানুষ এসেছিলেন অভিষেকের বক্তব্য শুনতে। এত বড় সভায় যাতে কারও অসুবিধা না হয়, সে জন্য পুজো দিয়েছি। কর্মীরাও সব দিকে নজর রেখেছিলেন।” বড়জোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান অর্চিতা বিদ, ব্লকের মহিলা সভানেত্রী টিঙ্কু মণ্ডলের বক্তব্য, “বহু দিন পরে বড়জোড়ায় এমন সমাবেশ হল।”