Advertisement
০৭ মে ২০২৪

নানুরে দুর্ঘটনায় মৃত মা-ছেলে

পুলিশের ‘চেকিং’ এড়াতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী মা ও ছেলের। বুধবার সন্ধ্যা ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নানুর-বোলপুর সড়কে, নানুর থানার মোহনপুর বাস স্ট্যান্ডের কাছে। ওই ঘটনার পর উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরানোর অভিযোগ ওঠে। পুলিশ জানায়, মৃতদের নাম মিরাজ শেখ (২২) ও ময়না বিবি (৪০)। তাঁদের বাড়ি নানুরের পালিটা গ্রামে।

নিজস্ব সংবাদদাতা
নানুর শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০১:০৫
Share: Save:

পুলিশের ‘চেকিং’ এড়াতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী মা ও ছেলের। বুধবার সন্ধ্যা ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নানুর-বোলপুর সড়কে, নানুর থানার মোহনপুর বাস স্ট্যান্ডের কাছে। ওই ঘটনার পর উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরানোর অভিযোগ ওঠে। পুলিশ জানায়, মৃতদের নাম মিরাজ শেখ (২২) ও ময়না বিবি (৪০)। তাঁদের বাড়ি নানুরের পালিটা গ্রামে।

স্থানীয় সুত্রে জানাগিয়েছে, এ দিন বোলপুরের মুলুক থেকে মোটরবাইকে বাড়ির দিকে যাচ্ছিলেন মা ও ছেলে। ওই সময়ে মোহনপুরের কাছে বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে পুলিশ কাগজপত্র পরীক্ষা করছিল। পুলিশের দাবি, ওই ‘চেকিং’ এড়াতেই, পালাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। পুলিশের গারিতেই মা-ছেলেকে বোলপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। ওই ঘটনার খবর চাউর হতেই, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সন্ধার ছ’টা থেকে দফায় দফায় তাঁরা পথ অবরোধ শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশ বিভিন্ন গাড়ির চালকদের নানা ভাবে হয়রান করে। তোলাও তোলে। সেই জন্য অনেকেই পুলিশকে এড়িয়ে পালানো চেষ্টা করে। পুলিশ অবশ্য এই অভিযোগ মানেনি। পুলিশ জানায়, চোরাই গাড়ি আটক এবং বিভিন্ন দুষ্কর্ম রুখতেই গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। তোলা আদায়ের অভিযোগ ভিত্তিহীন। পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন লাগানোর জন্য একটি মামলা দায়ের করেছে পুলিশ। তবে রাত অবধি ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nanur road accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE