Advertisement
০১ মে ২০২৪
West Bengal Panchayat Election 2023

অনুব্রতর প্রতি কৃতজ্ঞ শতাব্দী রায়

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যাতে এই ব্লক থেকে তৃণমূলের ঝুলিতে পর্যাপ্ত ভোট যায়, তা নিশ্চিত করারও ডাক দেওয়া হয়েছে৷ বীরভূম জেলায় ভোট প্রচারে এসে অনুব্রত মণ্ডলের কথাও উল্লেখ করেছেন শতাব্দী।

ভোটের প্রচারে সাংসদ শতাব্দী রায় সিউড়ি ২নং ব্লকের কোমা পঞ্চায়তে,শনিবার।

ভোটের প্রচারে সাংসদ শতাব্দী রায় সিউড়ি ২নং ব্লকের কোমা পঞ্চায়তে,শনিবার। মোবাইল বন্দী করার ব্যস্ততা প্রার্থীদের সাথে সাংসদের। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ০৭:৫৩
Share: Save:

জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। শনিবার সিউড়ি ২ ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসভার মধ্য দিয়ে প্রচার শুরু করেন শতাব্দী।

এ দিনের মঞ্চ থেকে সাংসদ শতাব্দী রায় একাধিকবার ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়টি উল্লেখ করেছেন। সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যাতে এই ব্লক থেকে তৃণমূলের ঝুলিতে পর্যাপ্ত ভোট যায়, তা নিশ্চিত করারও ডাক দেওয়া হয়েছে৷ বীরভূম জেলায় ভোট প্রচারে এসে অনুব্রত মণ্ডলের কথাও উল্লেখ করেছেন শতাব্দী। এদিন পঞ্চায়েত নির্বাচনের সময় অনুব্রতর না থাকা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “একজন মানুষ যিনি এতদিন ধরে দলের জন্য এত কিছু করেছেন, তাঁকে মনে না রাখা অকৃতজ্ঞতার সামিল। আমি মনে করি, আমি কৃতজ্ঞ হতে জানি এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এখন আইনের জন্য তিনি হয় তো জেলার বাইরে আছেন, কিন্তু এতদিন তিনি যেমন কাজ করেছেন, ভবিষ্যতেও তেমনই করবেন।”

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, “সাংসদকে তো একবার জিতে যাওয়ার পর আর এলাকার মানুষ খুঁজেই পান না। দল যাতে তাঁকে বাদ না দিয়ে দেয়, সে জন্যই হয়তো এই সব বক্তব্য রেখে হাওয়া গরম করে নিজের অস্তিত্ব জানান দিতে চাইছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE