সাপে কাটা রোগীকে ভর্তি করতে এসে হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে নিরাপত্তা কর্মীকে মারধর করল রোগীর আত্মীয় পরিজন। শুক্রবার গভীর রাতে রামপুরহাট হাসপাতালের ঘটনা। ওই ঘটনায় আহত অস্থায়ী নিরাপত্তা কর্মী গোপাল বাগদি রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাত ২টো নাগাদ হাসপাতালে পুলিশ এসে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ কোনও অভিযোগ না জানানোয় পরে তাঁদের পুলিশ ছেড়ে দেয়। হাসপাতাল সুপার সুবোধকুমার মণ্ডল বলেন, ‘‘নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে, গণ্ডগোল একটা হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।’’
তবে, শনিবার হাসপাতালে চিকিৎসাধীন গোপালবাবু জানান, গভীর রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন এক রোগীর আত্মীয় পরিজন। গাড়ি সরাতে বলতেই তাঁরা গোপালবাবুর উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁর কথায়, ‘‘আমাকে মারছে দেখে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক, অন্যান্য হাসপাতাল কর্মী এবং নিরাপত্তা কর্মীরা ছুটে আসতেই ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’’ ঘটনার কথা সুপার জানেন বলে ওই নিরাপত্তা কর্মী দাবি করেন।