করোনা সংক্রমণে লাগাম পরাতে বিকেল থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বীরভূমের ছ’টি পুরসভার মধ্যে পাঁচটি। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
বীরভূম জেলায় মোট ছ’টি পুরসভা রয়েছে। এদের মধ্যে শনিবার দুপুর দুটোর পর থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বোলপুর পুরসভা। রবিবার সেই পথে হাঁটল সাঁইথিয়া এবং দুবরাজপুর পুরসভাও। সেখানেও দুপুর দুটো থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত দোকানপাট রেস্তোরাঁ এবং শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাটে ওই বিধি জারি হয়েছে বেলা তিনটে থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত।