তৃণমূলের প্রধানকে নগ্ন করে ঘোরানো, গণধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল কিছু লোকের বিরুদ্ধে। বীরভূমের একটি থানা এলাকার ঘটনা। ওই মহিলা প্রধান সংশ্লিষ্ট থানায় কয়েক জনের নামে ২১ মে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযুক্তেরা ঠিকাদারি কারবারের সঙ্গে যুক্ত। এলাকায় তাঁরা তৃণমূলকর্মী হিসেবেই পরিচিত। অভিযোগকারিণী যে পঞ্চায়েতের প্রধান, সেই এলাকায় পঞ্চায়েতের কাজ নিয়ে প্রধানের সঙ্গে স্থানীয় কিছু ঠিকাদারের বিরোধ রয়েছে। তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ, প্রধান নিজের খেয়ালখুশি মতো কাজ করেন। প্রধানের দাবি, এক শ্রেণির ঠিকাদার অন্যায় ভাবে পঞ্চায়েতের কাজে হস্তপক্ষেপ করছে। প্রধান ও ঠিকাদারের মধ্যে এই বিরোধ হাই কোর্ট পর্যন্ত গড়িয়েছে।
প্রধানের অভিযোগ, ২১ তারিখ ঠিকাদারির সঙ্গে যুক্ত কয়েক জন তাঁকে নগ্ন করে ঘোরানো, গণধর্ষণ, অ্যাসিড ছোড়ার হমকি দেন। অভিযুক্তদের দাবি, ‘‘প্রধান অনিয়ম করে পঞ্চায়েতের কাজ চালাচ্ছেন। এর প্রতিবাদে হাই কোর্টে যাই। আমাদের পক্ষে রায় হয়েছে।’’
অভিযোগকারিণী যে বিধানসভা এলাকার বাসিন্দা, সেখানকার বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিংহ বলেন, ‘‘পুলিশ বিষয়টি দেখছে।’’ এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানান, মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তেরা পলাতক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)