চাকদহ থেকে উঠে এসে ঝুলন গোস্বামী ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন। চেষ্টা করলে তা বীরভূমের মেয়েরাও পারবেন। নিজের সংবর্ধনা মঞ্চ থেকে এমনই আশার কথা শোনালেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, দশ বছর বাদে এক মঞ্চে আবার রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হওয়ায় স্মৃতিচারণও শোনা গেল সৌরভের মুখে। একই মঞ্চ থেকে বোলপুর স্টেডিয়ামের উন্নতির জন্য সাংসদ অসিত মাল চার কোটি টাকা তাঁর সাংসদ তহবিল থেকে দেবেন বলে ঘোষণা করেন অনুব্রত।
রবিবার বিকেলে বোলপুর স্টেডিয়ামে এই সংবর্ধনার অায়োজন করেছিল বোলপুর পুরসভা। তিন বার সফর সূচি পরিবর্তিত হওয়ার পরে অবশেষ এ দিন বিকেলে সেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসেন ‘মহারাজ’ সৌরভ। তিনি এবং অনুব্রত ছাড়াও এ দিন মঞ্চে উপস্থিত ছিলেন ঝুলন, সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, পুরপ্রধান পর্ণা ঘোষ, বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুদীপ্ত ঘোষ, সাধারণ সম্পাদক বিদ্যাসাগর সাউ প্রমুখ। এ দিন সৌরভকে দেখতে বোলপুর স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল।
স্টেডিয়ামের মাঠে থাকা রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পুষ্পার্ঘ্য নিবেদন করেন সৌরভ, স্নেহাশিস, ঝুলন-সহ অনেকেই। এর পরে পুরসভার তরফে উত্তরীয়, ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট, রূপোর ব্যাট-বল ও রবীন্দ্রনাথের প্রতিকৃতি তুলে দেওয়া হয় সৌরভের হাতে। মঞ্চে এ দিন অনুব্রত সঙ্গে বেশ কিছুক্ষণ বাক্যালাপ করতে দেখা যায় সৌরভকে। এই মঞ্চ থেকে অনুব্রত ঘোষণা করেন বোলপুর স্টেডিয়াম উন্নতির জন্য সাংসদ তহবিল থেকে চার কোটি টাকা দেবেন অসিত।
মঞ্চে সৌরভ বলেন, “আমার প্রথম বার বোলপুরে আসা। সত্যিই খুব ভাল লাগছে।’’ সৌরভের সংযোজন, ‘‘অনুব্রতবাবুর সঙ্গে আমার দশ বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার দেখা হল। খুব ভাল লাগছে।’’ স্টেডিয়াম উন্নতির জন্য চার কোটি টাকা বরাদ্দ হওয়ায় খুশি প্রকাশ করেন সৌরভ। তাঁর আশা, ‘‘এই জেলার স্পোর্টস ফেডারেশন এ অর্থ ভাল ভাবে ব্যবহার করবে। অনুব্রতবাবু, অসিতবাবুদের বলব ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনকে আপনারা সর্বতো ভাবে সাহায্য করবেন।’’
মঞ্চ থেকে সৌরভের আশ্বাস, ‘‘সিএবি দীর্ঘদিন ধরে জেলার খেলোয়াড়দের সমস্ত রকম সহযোগিতা করে এসেছে। বীরভূম থেকে প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা কলকাতায় খেলতে আসে। সিএবি তাদের অনেক সহযোগিতা করে। ভবিষ্যতেও করবে। যারা খেলাধুলো করতে চায়, যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চায়, এটাই বলব, তারা এগিয়ে এসো।” মঞ্চে উপস্থিত ঝুলনের প্রসঙ্গও তোলেন সৌরভ। সেই প্রসঙ্গেই বীরভূমের মেয়েদেরও উৎসাহ দেন মহারাজ। তিনি বলেন, ‘‘ঝুলন একজন আইকন। ঝুলন একটা ছোট শহর থেকে উঠে এসে যদি এত নাম করতে পারে, তা হলে বীরভূমের মেয়েরাও পারবে।’’
সুদীপ্ত বলেন, ‘‘এই আর্থিক অনুদানে বোলপুরের খেলার মানোন্নয়ন যেমন ঘটবে, তেমনি আগামিদিনে বোলপুর স্টেডিয়ামে আমরা বড় ধরনের খেলার আয়োজনও করতে পারব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)