Advertisement
E-Paper

ফের চালু ‘স্পেশ্যাল সাপ্লিমেন্টারি’

স্নাতকস্তরের পড়ুয়াদের বছর নষ্টের কথা ভেবে বিশেষ ‘সাপ্লিমেন্টারি’ চালুর সিদ্ধান্ত নিল বিশ্বভারতী। সোমবার বিশ্বভারতীর শিক্ষা সমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও, সাড়ে পাঁচশোর কিছু বেশি গবেষককে নন নেট ফেলোশিপ দেওয়া, একাধিক কোর্স চালু করা-সহ একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতীর শিক্ষা সমিতি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০১:৪২

স্নাতকস্তরের পড়ুয়াদের বছর নষ্টের কথা ভেবে বিশেষ ‘সাপ্লিমেন্টারি’ চালুর সিদ্ধান্ত নিল বিশ্বভারতী।

সোমবার বিশ্বভারতীর শিক্ষা সমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও, সাড়ে পাঁচশোর কিছু বেশি গবেষককে নন নেট ফেলোশিপ দেওয়া, একাধিক কোর্স চালু করা-সহ একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতীর শিক্ষা সমিতি। সোমবার সন্ধ্যায় বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে ওই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এ কথা জানান বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত।

চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের কোনও পড়ুয়া পাশ না করতে পারলে স্নাতকোত্তরে ভর্তি হতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। সে ক্ষেত্রে পড়ুয়াদের এক বছর নষ্ট হত। স্নাতকোত্তরে ভর্তির আগে বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু রাখার দাবিতে বার কয়েক সরব হয়েছিল বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ। ওই আর্জি গিয়েছিল অস্থায়ী উপাচার্যের কাছেও। সোমবার সন্ধ্যায় শিক্ষা সমিতির বৈঠক শেষে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষে মহম্মদ আমান হোসেন, শেখ সাবির আলি বক্সরা জানান, কর্তৃপক্ষ সপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে বলে মৌখিক আশ্বাস দিয়েছিস। সেই কথা রাখা হয়েছে। আমরা খুশি। তবে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের আর্জিও রেখেছেন তাঁরা।

সাংবাদিক বৈঠকে অস্থায়ী উপাচার্য স্বপন দত্ত জানান, যোগা, এমএসসি অ্যানিম্যাল সায়েন্স (পোলট্রি), লাইব্রেরি সায়েন্সের মতো বিষয়ের পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত হয়েছে। এক সঙ্গে দু’টি পাঠ্যক্রমের পঠনপাঠন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আপাতত সঙ্গীত ও কলাভবনের পড়ুয়াদের জন্য ওই ব্যবস্থা চালু হচ্ছে। উপাচার্যের কথায়, গবেষকদের জন্য নন নেট ফেলোশিপ ব্যবস্থা চালু হচ্ছে খুব শীঘ্রই।

পঠনপাঠন, পরীক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রমের রদবদল-সহ একাধিক বিষয় নিয়ে শিক্ষা সমিতির বৈঠকে আলোচনা হয়। বিশ্বভারতীর নিয়ম মেনে সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি কর্ম সমিতির অনুমোদন ক্রমে সংশ্লিষ্ট সিদ্ধান্ত কার্যকর বা বাতিল হয়ে থাকে। অতীতে ১৬ মাস ব্যবধানে হয়েছিল এই বৈঠক। বৈঠকে হাজির একাধিক সদস্য সদস্যাদের দাবি, কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে বেশির ভাগ সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ওয়াকিবহল মহলের অনেকের দাবি, এমনটা সাম্প্রতিক অতীতে কোনও শিক্ষা সমিতির বৈঠকে হয়নি।

বোমা উদ্ধার। সাবমার্সিবল পাম্পঘর থেকে ৫১টি বোমা মিলল ভাতার থানার ভূমশোর গ্রামে। সোমবার সন্ধ্যার দিকে ওই ঘরের মধ্যে কয়েকটি জ্যারিকেন থেকে বোমাগুলি পায় পুলিশ। তৃণমূল, সিপিএম দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর জন্য বোমা মজুত করার অভিযোগ করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সন্ধ্যায় গ্রামেরই কয়েকজন ছেলে মাঠে গরু চড়িয়ে ফেরার সময় ওই ঘরে কিছু জ্যারিকেন দেখতে পায়। গ্রামে পৌঁছে পুলিশে খবর দেয় তারা। পরে ভাতার থানার পুলিশ গিয়ে পাম্প ঘরটিকে ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। মঙ্গলবার সকালে দুর্গাপুর থেকে বম্ব স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

Special supplementary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy