Advertisement
০৮ মে ২০২৪

আজ বোলপুরেও পরিসংখ্যান দিবস

কলকাতার বাইরে এই প্রথম জেলায় জেলায় পালিত হবে জাতীয় পরিসংখ্যান দিবস।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০০:৫৮
Share: Save:

কলকাতার বাইরে এই প্রথম জেলায় জেলায় পালিত হবে জাতীয় পরিসংখ্যান দিবস।

আজ, বুধবার দশ বছরে পা রাখা ওই অনুষ্ঠানের উদ্যোক্তা রাজ্যের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতর। মঙ্গলবার দফতরের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রয়াত অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদানকে সমাজের সামনে তুলে ধরতে দফতর ফি বছর তাঁর জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বার কলকাতা ছাড়াও জেলায় জেলায় সংশ্লিষ্ট দফতরেও ওই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজে ও জনকল্যাণে দফতরের কাজকর্মের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।’’ বোলপুরে একটি বেসরকারি হোটেলে ওই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে যোগ দিতে চলেছে বিশ্বভারতীর কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, একেডি সেন্টার ফর প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট, জেলার একাধিক কলেজের অধ্যাপক এবং পড়ুয়ারা। উদ্বোধন করার কথা রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের। অনুষ্ঠান পৌরোহিত্য করবেন আশিসবাবু।

জেলা পরিসংখ্যান দফতরের সহ-অধিকর্তা হেমন্ত সরকারের দাবি, কৃষিবিমা (প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা), কৃষি ক্ষেত্রে উৎপাদন, শিল্প ক্ষেত্রে উৎপাদনের সূচকের পাশাপাশি অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘ মেয়াদি নানা পরিকল্পনার মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দফতর। কৃষি সংক্রান্ত নানা রকম বিমা, চাষ করতে গিয়ে মৃত্যু, দুর্ঘটনা, ফসলের ক্ষয়ক্ষতি-সহ কৃষি ও অর্থনীতি সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করে দফতর। বোলপুরে দশম পরিসংখ্যান দিবসের ওই অনুষ্ঠানে ষষ্ঠ আর্থিক গণনা প্রকাশিত হবে। সঙ্গে থাকবে দফতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকাশনার তালিকা ও নমুনাও। হেমন্তবাবু বলেন, ‘‘এই ধরনের প্রকাশনা গবেষক ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রশাসনের পঞ্চায়েত, ব্লক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খুবই সহায়তা করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bolpur statistics day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE