Advertisement
২০ এপ্রিল ২০২৪
রাস্তায় ভেঙে প়ড়ল গাছ, লোডশেডিং

তিন মিনিটের ঝড়ে তছনছ ঝালদা

শহরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছাকাছি দু’তিনটি দোকানের চালার একাংশ উড়ে যায়। কৃষ্ণ সাও বলেন, ‘‘আচমকা ঝড় শুরু হয়। চোখের সামনে দোকানের চালাটা উড়ে যায়।’’

খাঁ-খাঁ: ঝড়ে ঝালদা শহরে বীরসা মোড় এলাকায় উড়ে গিয়েছে ঘরের ছাউনি। রবিবার বিকেলে। নিজস্ব চিত্র

খাঁ-খাঁ: ঝড়ে ঝালদা শহরে বীরসা মোড় এলাকায় উড়ে গিয়েছে ঘরের ছাউনি। রবিবার বিকেলে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝালদা শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০০:২১
Share: Save:

সাকুল্যে তিন-চার মিনিটের ঝড়। তাতেই তছনছ হয়ে গিয়েছে ঝালদা এলাকার একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ আকাশ কালো হয়ে যায়। তার পরেই শুরু হয় আচমকা ঝড়। লন্ডভন্ড হয় ঝালদা শহরের একাংশ।

শহরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছাকাছি দু’তিনটি দোকানের চালার একাংশ উড়ে যায়। কৃষ্ণ সাও বলেন, ‘‘আচমকা ঝড় শুরু হয়। চোখের সামনে দোকানের চালাটা উড়ে যায়।’’ এলাকার বাসিন্দা জিতেন্দ্র কান্দুর কথায়, ‘‘অল্প সময়ের জন্য হলেও ঝড়ের দাপট প্রচণ্ড ছিল। মাটির খোলার চালা একদিকে পড়ে গিয়েছে।’’ ঝালদা শহর তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদীপ কর্মকারের মাতৃবিয়োগ উপলক্ষে বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ছিল। ঝড়ে প্যান্ডেল উড়ে যায়। মধ্যাহ্ণভোজনের শেষের দিকে হলেও ঝড়ের কারণে অসুবিধায় পড়তে হয়। জেলা কমিটির অনেকেই আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। তাঁদের এক জন বলেন, ‘‘খাওয়ার সময়ই আকাশ কালো করে ঝড় শুরু হয়।’’

ঝড়বৃষ্টির জেরে দীর্ঘ সময় বিদ্যুৎহীন ছিল ঝালদা। বাঘমুণ্ডির রাস্তায় কয়েক’টি গাছও পড়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছে প্রশাসন। তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে ব্লক প্রশাসন জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Westher Storm Jhalda ঝালদা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE