Advertisement
E-Paper

পরীক্ষার পথে দুর্ঘটনা, পিষ্ট ছাত্রী

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম কবিতা মুর্মু (২১)। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কাশীপুরে, কাশীপুর-পুরুলিয়া-হুড়া রাস্তায়। দুর্ঘটনার পরে আহত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও এলাকায় নিয়ন্ত্রিত যান চলাচল এবং রাস্তা থেকে দখলদারি সরানোর দাবিতে স্থানীয় মানুষজন বেশ কিছুক্ষণ ওই রাস্তা অবরোধ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ০১:৩৮
মৃত ছাত্রী কবিতা মুর্মু।

মৃত ছাত্রী কবিতা মুর্মু।

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম কবিতা মুর্মু (২১)। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কাশীপুরে, কাশীপুর-পুরুলিয়া-হুড়া রাস্তায়। দুর্ঘটনার পরে আহত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও এলাকায় নিয়ন্ত্রিত যান চলাচল এবং রাস্তা থেকে দখলদারি সরানোর দাবিতে স্থানীয় মানুষজন বেশ কিছুক্ষণ ওই রাস্তা অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীপুর থানা এলাকার ভুঁইয়াডি গ্রামের বাসিন্দা কবিতা মুর্মু স্থানীয় সিমলা-মাজুরা-আমডিহা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র ছিল কাশীপুর জনার্দন কিশোর মেমোরিয়াল গার্লস হাইস্কুলে। বান্ধবীদের সঙ্গে সাইকেলে করে এ দিন কবিতা পরীক্ষাকেন্দ্রে আসার পথে নপাড়া এলাকায় একটি লরি পিছন থেকে তাকে চাপা দেয়। লরির চাকা ওই ছাত্রীর কোমরের উপর দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সিমলা-মাজুরা-আমডিহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল বলেন, “ছাত্রীটির অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরেই ওই ছাত্রীর মৃত্যু হয়।” দুর্ঘটনার পরে নপাড়া এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি করেন, মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে রাস্তা থেকে অবৈধ দখল হটাতে হবে। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় ঘণ্টা খানেক পরে অবরোধ ওঠে। অবরোধে কিছু গাড়ি আটকে পড়ে।

ছাত্রীটির পরীক্ষাকেন্দ্র কাশীপুর জনার্দন কিশোর মেমোরিয়াল গার্লস হাইস্কুলের অবস্থান কাশীপুরের কলেজ মোড় (রাজবাড়ি মোড়) ও হাটতলা মোড়ের মাঝামাঝি জায়গায়। স্থানীয় মানুষজনের অভিযোগ, দু’টি মোড়ের মাঝের এই রাস্তার পাশের অধিকাংশ এলাকা জুড়েই ঘণ্টার পর ঘণ্টা ধরে বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। রাস্তার উপরেই হকার, দোকান, ঠেলাগাড়ি প্রভৃতি রাখা থাকে। এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় পাশাপাশি দু’টি গাড়ি পার হলে পথচারীদের রীতিমতো আশঙ্কার মধ্যে থাকতে হয়। একই অবস্থা হাটতলা মোড়েরও। যে স্কুলে ছাত্রীটির পরীক্ষাকেন্দ্র ছিল সেই স্কুলের প্রধান শিক্ষিকা মিতালি গঙ্গোপাধ্যায় বলেন, “জীবনের একটি বড় পরীক্ষা দিতে স্কুলে আসার পথে দুর্ঘটনায় একটি ছাত্রীর প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু অভিজ্ঞতায় দেখেছি, সকালে ছাত্রীরা যখন স্কুলে আসে, তখন তাদের পাশ দিয়ে সাঁই সাঁই করে ট্রাক, লরি চলে যায়। সামনে স্কুল দেখে তারা একটুও গতি কমায় না। পাশাপাশি রাস্তা জুড়ে অবৈধ পার্কিং-ও রয়েছে। ট্রাফিক পুলিশের তো এ সব দেখা দরকার।” ছাত্রীটির স্কুলের প্রধান শিক্ষক সুকুমারবাবু বলেন, “পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে একটি ছাত্রী লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল! এ বার অন্তত প্রশাসনের যান নিয়ন্ত্রণের বিষয়টি দেখা দরকার। আর যেন এমন ভাবে কোনও ছাত্রছাত্রীকে দুর্ঘটনার শিকার না হতে হয়।”

উল্লেখ্য, কিছুদিন আগে হাটতলা মোড়ে এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। তারপর থেকে কিছুদিন রাস্তা জুড়ে অবৈধ পার্কিং নিজে থেকেই সরে গিয়েছিল। কিছুদিন যেতে না যেতেই ফের অব্যবস্থার ছবিটাই ফিরে এসেছে। কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “রাস্তার বেশ কিছুটা অংশ জুড়ে অবৈধ দখল থাকে ঠিকই। ফলে পথচারী ও ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার যে অভিযোগ উঠেছে তা ঠিক। আপাতত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ঘণ্টা দেড়েক ওই রাস্তায় ভারী যান যাতে কাশীপুরের ভিতরে ওই রাস্তায় না ঢোকে তা দেখা হবে। পুলিশকেও অবৈধ পার্কিং হটাতে বলেছি।” জেলার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, “এই বিষয়টি আমরা দেখছি।”

purulia accident Kabita Murmu Maddhyamik candidate Truck student
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy