Advertisement
২০ এপ্রিল ২০২৪

খাবারে বিষ ছাত্রীর মৃত্যু

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। তার আরও তিন বোনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ছাত্রীর নাম মৌসুমী দাস(১৩)। বৃহস্পতিবার ভোরে রাজনগরের তাঁতিপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরের খাওয়ার পর বিকাল থেকেই বমি, পায়খানা ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে এলাকার তাঁতিপাড়া আইটি গার্লসের অষ্টমশ্রেণির ওই ছাত্রী। তারপরই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০২:৩২
Share: Save:

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। তার আরও তিন বোনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ছাত্রীর নাম মৌসুমী দাস(১৩)। বৃহস্পতিবার ভোরে রাজনগরের তাঁতিপাড়ার ঘটনা।

স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরের খাওয়ার পর বিকাল থেকেই বমি, পায়খানা ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে এলাকার তাঁতিপাড়া আইটি গার্লসের অষ্টমশ্রেণির ওই ছাত্রী। তারপরই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। পরে রাতেই সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মৌসুমীর বাবা পেশায় রাজমিস্ত্রী, মুন্না দাস এ দিন বলেন, ‘‘কি করে কি হল বুঝতে পারছি না। একটা মেয়ে তো মরেই গেল। অন্য তিন মেয়েও অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে। খাবারের মধ্যে কি পড়েছিল ছিল জানি না।’’ এলাকায় স্বাস্থ্যকর্মীরা এসে এ দিনই খোঁজ নিয়েছেন। আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরাও। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘গতকালও সুস্থ দেখেছি ওদের চার বোনকে। এখনও বিশ্বাস হচ্ছে না।’’

একই উপসর্গ নিয়ে সিউড়ি হাসপাতালে এ দিন সকালে ভর্তি হয়েছে মৌসুমীর দুই বোন। এক বোন তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারনা বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suri Student mousumi das Rajnagar hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE