Advertisement
২০ এপ্রিল ২০২৪
Suri

মদের দাম বাড়ার প্রতিবাদ, সিউড়িতে দোকানের সামনে বিক্ষোভ সুরাপ্রেমীদের

বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, এখনও প্যাকেটে পুরনো দাম লেখা, কিন্তু বর্ধিত দাম নিচ্ছেন দোকানদার।

মদের দোকানের সামনে জমায়েত। মঙ্গলবার, সিউড়িতে। —নিজস্ব চিত্র

মদের দোকানের সামনে জমায়েত। মঙ্গলবার, সিউড়িতে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৮:০৩
Share: Save:

সদ্য পেরিয়েছে কালীপুজো-ভাইফোঁটা। সামনে ছট পুজো। উৎসবের মরসুমে মদের দাম বাড়ানোয় বেজায় চটেছেন সুরাপ্রেমীরা। সেই ক্ষোভই কার্যত ছোটখাট বিক্ষোভের চেহারা নিল বীরভূমের সিউড়ির একটি দোকানের সামনে। তাঁদের অভিযোগ, দাম বাড়িয়ে দেওয়ায় বিরাট সমস্যায় পড়েছেন তাঁরা। প্রশ্ন তুলেছেন, এ ভাবে মদের দাম কেন বাড়ানো হচ্ছে? এমন কাণ্ডে অস্বস্তিতে দোকানদারও।

সোমবার সকালের দিকে সিউড়ির চৌরাস্তার মোড়ে মদের দোকান খুলেছে কিছুক্ষণ আগেই। সামনে গ্রাহকদের জটলা, কোলাহল। অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন মদ। কিন্তু বিপত্তি বাধল এক গ্রাহকের প্রতিবাদে। তিনি মদের দাম বাড়ানো নিয়ে প্রশ্ন তুলতেই তাঁর সঙ্গে যুক্ত হলেন আরও কয়েক জন। তাঁদেরই এক জন চন্দন লাহিড়ী ক্ষোভের সুরে বলেন, ‘‘আত্মীয়-বন্ধুবান্ধবদের যে একটু মদ খাওয়াব, তারও উপায় নেই। সোমবার কিনে নিয়ে গিয়েছি যে দামে, পরের দিনই এত দাম বেড়ে গেল? আমরা চাই সরকার এটা নিয়ে ভাবুক।’’

আবার বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, এখনও প্যাকেটে পুরনো দাম লেখা। কিন্তু বর্ধিত দাম নিচ্ছেন দোকানদার। দোকান মালিক রোহন দে অবশ্য বলেছেন, ‘‘আমাদের কিছু করার নেই, কেনা দাম যেমন পড়ছে, আমরা তেমন বিক্রি করছি। সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করছি। সব নথিপত্র রয়েছে। এতে কেউ বিক্ষোভ দেখালে আমাদের কিছু করার নেই।’’

আরও পড়ুন: নীলবাড়ি দখলে কোনও নিরীক্ষা নয়, পরীক্ষিত সৈনিকেই ভরসা মোদী-শাহর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suri Liquour Price Hike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE