Advertisement
০২ মে ২০২৪
Swab Test

সংস্পর্শে আসা ২৭ জনের লালারস পরীক্ষা

২৭ মে মুম্বই থেকে সোনামুখীতে ফেরেন এক যুবক। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০৪:২৯
Share: Save:

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ‘করোনা-পজ়িটিভ’ রোগীর সংস্পর্শে আসা মোট ২৭ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল। বৃহস্পতিবার বিষ্ণুপুর জেলা হাসপাতালের ঘটনা। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তড়িৎকান্তি পাল বলেন, ‘‘সরকারি নির্দেশ মেনেই স্বাস্থ্যকর্মীদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে রিপোর্ট পজ়িটিভ না হলে, তাঁদের কোয়রান্টিনে পাঠানোর কোনও নির্দেশ নেই।”

২৭ মে মুম্বই থেকে সোনামুখীতে ফেরেন এক যুবক। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। লালারস সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। প্রশাসনিক উদ্যোগে ওই যুবক স্থানীয় প্রাথমিক স্কুলে কোয়রান্টিন ছিলেন। সেখানেই জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে ২৯ মে তাঁকে সোনামুখী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ‘রেফার’ করেন বিষ্ণুপুর জেলা হাসপাতালে। বিষ্ণুপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই চিকিৎসা শুরু হয় যুবকের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উপসর্গমুক্ত হয়ে গত মঙ্গলবার ছুটি পান ওই যুবক। সোনামুখী ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়কুমার সাহানা বলেন, “১৪ দিনের সময়সীমা পূরণ না হওয়ায় ছুটির পরেও তাঁকে স্কুলের কোয়রান্টিনেই পাঠানো হয়। বুধবার যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। ঘণ্টা দু’য়েকের মধ্যেই পুলিশ ও আশাকর্মীর সহযোগিতায় যুবককে ওন্দা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়।”

রিপোর্ট ‘পজ়িটিভ’ দেখেই নড়েচড়ে বসেন বিষ্ণুপুর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ‘রেজিস্টার’ দেখে আক্রান্তের সংস্পর্শে আসা ২৭ জনকে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তড়িৎকান্তি পাল বলেন, “আক্রান্ত যুবককে ওন্দা হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রশাসনিক উদ্যোগে। নিশ্চিত হওয়ার জন্য তাঁর সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের লালারস পাঠানো হয়েছে বাঁকুড়ায়।” তাঁর দাবি, এক জন রোগী থাকায় তৎক্ষণাৎ ওয়ার্ড ‘স্যানিটাইজ়’ করা যায়নি। শুক্রবার ওয়ার্ড ফাঁকা হতেই সে কাজ সারা হয়েছে বলে জানিয়েছেন সুপার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swab Test Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE