স্কুলে দেরিতে আসার অভিযোগ তুলে প্রধানশিক্ষক-সহ কয়েকজন শিক্ষককে স্কুলের গেটে ঢুকতে বাধা দিলেন স্থানীয় কিছু অভিভাবক ও গ্রামবাসী। তাঁদের বাধায় স্কুলের গেটের বাইরে ঘণ্টা দুয়েক শিক্ষকদের দাঁড়িয়ে থাকতে হয়। হিড়বাঁধ ব্লকের দেউলাগোড়া হাইস্কুলে মঙ্গলবারের ঘটনা। এর জেরে এ দিন ওই স্কুলে পঠনপাঠন ব্যাহত হয়। যদিও স্কুলে দেরিতে আসার অভিযোগ মানতে চাননি প্রধানশিক্ষক ও সহশিক্ষকেরা।
দেউলাগোড়া হাইস্কুলে ভুয়াকানা, খান্দারানি, দু’সতীনা, দেউলাগোড়া, দো-মোহানি, ইটামারা-সহ বেশ কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে। স্থানীয় বাসিন্দা তথা অভিভাবকদের একাংশের অভিযোগ, প্রায় দিনই প্রধানশিক্ষক-সহ বেশ কয়েকজন শিক্ষক দেরিতে আসেন। ভুয়াকানা গ্রামের বাসিন্দা মজিদ আলি, জামবেদিয়া গ্রামের বাসিন্দা স্বপন মণ্ডলের অভিযোগ, বেলা পৌনে ১১টার আগে স্কুলে শিক্ষকদের পৌঁছে যাওয়ার কথা। অথচ প্রায়দিনই স্কুলের অধিকাংশ শিক্ষক দেরিতে আসছেন। ফলে পঠনপাঠনের সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরেই এ সব চলছে। তাঁদের দাবি, ‘‘এ দিন ১১টার সময় স্কুলের গেটে আমরা ছিলাম। দেখা যায়, কয়েকজন শিক্ষক আগে এলেও নির্ধারিত সময়ের পরে প্রধানশিক্ষক-সহ সাত শিক্ষক সেখানে আসেন। দেরিতে আসার জন্য তাঁদের আর স্কুলে ঢুকতে দেওয়া হয়নি।”
স্কুলে ঢুকতে না পেরে দুপুর দেড়টা পর্যন্ত ওই শিক্ষকদের বাইরে থাকতে হয়। এরপরে অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেওয়ার পর গেট খুলে দেন বিক্ষোভকারীরা। প্রধানশিক্ষক অরূপ পাঠক অবশ্য অভিযোগ মানতে চাননি। তিনি দাবি করেন, “আমরা পৌনে ১১টার আগেই এসেছিলাম। কিন্তু মিথ্যা অভিযোগে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসা হবে।”
বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) পঙ্কজ সরকার বলেন, ‘‘স্কুলের তরফে প্রধানশিক্ষক বা অন্যেরা ঘটনাটি আমাদের জানাননি। অভিভাবকেরাও অভিযোগ করেননি। তবে স্কুল নিয়ে কোনওসমস্যা থাকলে অভিভাবকেরা আমাদের আগেই জানাতে পারতেন। কিন্তু এ ভাবে স্কুলের গেট আটকে শিক্ষকদের ঢুকতে বাধা দেওয়া বেআইনি।’’
অভিযুক্ত শনাক্ত। হিন্দুস্তান পার্ক এলাকায় যুবককে গুলি করার ঘটনায় টিআই প্যারেড হয়েছে মঙ্গলবার। পুলিশ সূত্রে খবর, ধৃত জয়ন্ত সরকারকে সনাক্ত করেছেন গুলিতে জখম হওয়া জয়দীপ গঙ্গোপাধ্যায়। এর পরেই ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ধৃত অন্য দু’জন জেল হাজতে রয়েছে।