Advertisement
১৬ জুন ২০২৪

শান্তিনিকেতনে চুরি

থানা এবং বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগের দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা দু’টি গুমটি থেকে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল।শুক্রবার সকালে শান্তিনিকেতনের ডাকঘর লাগোয়া শ্যামবাটি রাস্তার উপরে ওই চুরির কথা জানতে পেরে দুই গুমটি মালিককে খবর দেন পড়শি দোকানদারেরা।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০২:২৩
Share: Save:

থানা এবং বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগের দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা দু’টি গুমটি থেকে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল।

শুক্রবার সকালে শান্তিনিকেতনের ডাকঘর লাগোয়া শ্যামবাটি রাস্তার উপরে ওই চুরির কথা জানতে পেরে দুই গুমটি মালিককে খবর দেন পড়শি দোকানদারেরা। খবর যায় চারশো মিটার দূরের শান্তিনিকেতন থানায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছেনি এবং শাবল উদ্ধার করে, তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শুক্রবার ভোর রাতে ওই দুই গুমটিতে চুরির ঘটনা ঘটেছে। দুই দোকানদারের দাবি, খুচরো টাকা, মোবাইল এবং জিনিষ নিয়ে কয়েক হাজার টাকার মাল চুরি গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ফি দিনের মতো বৃহস্পতিবার রাতে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করেন দুই দোকানদার। এ দিন সকালে এক দোকানদার রাজেন্দ্র সাও বলেন, ‘‘নন্দনমেলার জন্য ভিড়ের কারণে অন্যান্য দিনের তুলনায় একটু রাত করে দোকান বন্ধ করেছি। ছ’টি তালা দিয়েছিলাম দোকানে। সিগারেট, খুচরো টাকা, বিস্কুট-সহ বহু জিনিষ চুরি গিয়েছে।’’ অন্যদিকে প্রায় একই সময় রাত সাড়ে বারোটা নাগাদ, দোকান বন্ধ করে বাড়ি যান রাজেন্দ্রবাবুর দোকানের সামনের দোকানি তপন সিংহরায়। তপনবাবু বলেন, ‘‘ফি দিনের মতো বৃহস্পতিবার রাতে দোকানে তালা দিয়ে গিয়েছিলাম। দোকানে চুরি হয়েছে বলে, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তালা ভাঙতে না পেরে, এক দিকের শিকল তুলে দোকানে ঢুকে সিগারেট, একটি মোবাইল ফোন-সহ অন্যান্য জিনিষ কয়েক হাজার টাকার চুরি হয়েছে।’’ শান্তিনিকেতন ফলপট্টির ওই দুই দোকানদারের দাবি, দামি সিগারেট, বহু প্রসাধনী সামগ্রী বৃহস্পতিবার রাতেই দিয়ে গিয়েছিল ডিস্ট্রিবিউটারেরা। চোরেরা তা নিয়ে পালিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোর রাতের ঘটনা নিয়ে তিন বার দোকানে চুরির ঘটনা ঘটেছে। কালীপুজোর সময়ে ডাকঘর লাগোয়া ফলপট্টি বাজার থেকে কালিদাসি বাগদির খাওয়ারের দোকান থেকে নানা আসবাব সহ থালা বাসন চুরি গিয়েছিল। ওই দুই দোকানের এক দিকে ডাকঘর অন্যদিকে বিশ্বভারতীর সমবায় সমিতি। আবার শ্যামবাটির দিকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে বিশ্বভারতীর রতনকুঠি অতিথি নিবাস ও নিরাপত্তা বিভাগের চেক পোস্ট। রয়েছে পাশেই শান্তিনিকেতন থানা, বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ এবং লাগোয়া এলাকায় উত্তরায়ণ মতো গুরুত্বপূর্ণ জায়গা।

পুলিশের পাশাপাশি ওই এলাকায় রাতে টহল দেয় বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ। সকলের চোখ এড়িয়ে ভোর রাতে এমন ঘটনা কী ভাবে ঘটল, তা নিয়েই প্রশ্ন স্থানীয়দের। শান্তিনিকেতন-প্রান্তিক রাস্তার ওপর এমন জায়গা থেকে বারে বারে চুরি হওয়ায়, সংশ্লিষ্ট সব স্তরের নজরদারির অভাবের দিকেই আঙ্গুল তুলেছেন বাসিন্দা এবং দোকানদারেরা। আবার লাগোয়া এলাকায় গজিয়ে ওঠা মদ এবং গাঁজার ঠেকে আনাগোনা করা যুবকদের এই চুরির সঙ্গে যুক্ত থাকার কথাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shantiniketan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE