Advertisement
২৬ এপ্রিল ২০২৪
অভিযুক্ত তৃণমূল

মাখড়ায় বিজেপি কর্মীদের মারধর

ব্লক অফিসে স্মারকলিপি দিয়ে বাড়ি ফেরার পথে মাখড়ার চার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি সমর্থকের বাড়ি লাগোয়া একটি খড়ের চালায় আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।

নিজস্ব সংবাদদাতা
পাড়ুই শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০১:৪১
Share: Save:

ব্লক অফিসে স্মারকলিপি দিয়ে বাড়ি ফেরার পথে মাখড়ার চার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি সমর্থকের বাড়ি লাগোয়া একটি খড়ের চালায় আগুন দেওয়ার অভিযোগও উঠেছে। পাড়ুই থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। পুলিশ জানিয়েছে, সেই মতো তদন্ত শুরু হয়েছে। প্রহৃত চার বিজেপি কর্মী সমর্থককে প্রাথমিক চিকিৎসার পরে কসবা-সাত্তোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি বুধবার রাত আটটা নাগাদ বীরভূমের পাড়ুই থানার মাখড়ার বাউড়ি পাড়ায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে স্মারকলিপি কর্মসূচিতে যোগ দিয়ে ইলামবাজার থেকে বাড়ি ফিরছিলেন মাখড়ার বাউড়ি পাড়ার কয়েকজন বাসিন্দা। অভিযোগ, বাড়ি ঢোকার মুখে লাঠি, বাঁশ দিয়ে তাঁদের মারধর করা হয়। তাতেই আহত হন কাজল বাউড়ি, ময়না বাউড়ি, ফুলনদেবী বাউড়ি ও মানিক বাউড়ি। প্রহৃতদের অভিযোগ, বিজেপি-র স্মারকলিপি কর্মসূচিতে কেন গিয়েছিলেন, জানতে চেয়ে শাসানো হয়। তারপরে হঠাৎই লাঠি, বাঁশ দিয়ে মারধর করে তৃণমূলের কয়েক জন কর্মী এবং তাদের আশ্রিত বহিরাগত। মাথায়, মুখে, হাত-পায়ে চোট রয়েছে তাঁদের।

বিজেপি কর্মী ছাঁচু বাউড়ির বাড়ি লাগোয়া খড় ও পাতার একটি চালা ঘরে আগুন ধরানো হয় বলেও অভিযোগ। পাড়ুই থানার পুলিশের সহায়তায় কসবা-সাত্তোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা করানো হয়। বিজেপির জেলা সভাপতি চিত্তরঞ্জন সিংহের অভিযোগ, ‘‘বিজেপি জমি ফিরে পাচ্ছে বুঝে তৃণমূল পরিকল্পনা করে হামলা করছে।’’ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC accused BJP workers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE